Advertisement

DA Meeting Nabanna: ডিএ নিয়ে সরকারি কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক, মহার্ঘ ভাতা ঘোষণা হবে?

আজ মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের একাংশের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার দুপুর তিনটে নাগাদ নবান্ন সভাঘরে সরকারি কর্মীদের সংগঠনের কিছু প্রতিনিধিকে নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।

ডিএ নিয়ে সরকারি কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 May 2023,
  • अपडेटेड 11:10 AM IST
  • দুপুর তিনটে নাগাদ নবান্ন সভাঘরে হবে বৈঠক
  • রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনকে এই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে
  • অন্য সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি, তাদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি

আজ মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের একাংশের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বুধবার দুপুর তিনটে নাগাদ নবান্ন সভাঘরে সরকারি কর্মীদের সংগঠনের কিছু প্রতিনিধিকে নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূল কংগ্রেস প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনকে এই বৈঠকে হাজির থাকতে বলা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। অন্য সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি, তাদের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। মঙ্গলবার এই বিষয়ে জানতে চাওয়া হলে মুখ্যমন্ত্রী বলেন, 'সবার সঙ্গে নয়। কয়েকজন কথা বলতে চেয়েছিলেন। তাঁদের সঙ্গে কথা বলব।'

কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডিএ-র দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীদের একাংশ। এই আন্দোলনের পুরোভাগে রয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। শহিদ মিনারের পাদদেশে চলছে অবস্থান বিক্ষোভ। তবে, তাদের আজকের বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। একই কথা জানিয়েছে রাজ্য কো-অর্ডিনেশন কমিটি, সরকারি কর্মচারী পরিষদ। এর আগেও আন্দোলনকারীদের সঙ্গে রাজ্য সরকার আলোচনায় বসে, কিন্তু তাতে সমাধান সূত্র মেলেনি। এবার  বৈঠকে বসছেন খোদ মুখ্যমন্ত্রী। তাই আজই ডিএ ইস্যুতে কোনও সমাধান সূত্র মেলে কি না সেটাই দেখার।

আজকের বৈঠকের বিষয়ে সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, 'তৃণমূলের সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসবেন। সুপ্রিম কোর্টে মামলাকারী তিনটি সংগঠনের কাউকের এই বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। যারা শহিদ মিনারে অবস্থান বিক্ষোভ করছেন, তাঁদেরও ডাকা হয়নি। তাই এই বৈঠক শুধুমাত্র আইওয়াশ ছাড়া আর কিছু নয়। আজকের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী কিছু ঘোষণা করবেন বলে আমরা প্রত্যাশা করছি না। আগেও হয়নি, এবারেও হবে না বলে আমাদের বিশ্বাস। তৃণমূলের কর্মচারী সংগঠনের জনসভা নিয়েই হয়তো এই বৈঠকে আলোচনা করবেন মুখ্যমন্ত্রী।'

সংগ্রামী যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, 'আজকের বৈঠকের বিষয়ে আমরা খবর পেয়েছি। তৃণমূলের কর্মচারী সংগঠনের কয়েকজনের সঙ্গেই মুখ্যমন্ত্রী কথা বলতে চাইছেন। অথচ আমাদের বা সুপ্রিম কোর্টে মামলা করা তিনটে সংগঠনের কাউকেই এই বৈঠকে ডাকা হয়নি। এই বৈঠক থেকে ভাল কোনও ফল আশা করছি না।' 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement