নদিয়ার তেহট্টের নিশ্চিন্তপুরে চাঞ্চল্যকর ঘটনা। পুকুর থেকে তৃতীয় শ্রেণির এক পড়ুয়ার ত্রিপলে মোড়া দেহ উদ্ধার কেন্দ্র করে উত্তেজনা। প্রতিবেশীর বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে বাড়িতে হামলা, ভাঙচুর চালানো হয়। বেধড়ক মারধরে আহত দুই প্রতিবেশীর মৃত্যু হয়েছে।
গতকাল বিকেলে বাড়ির কাছেই খেলতে গিয়েছিল তৃতীয় শ্রেণির ছাত্র স্বর্ণাভ বিশ্বাস। তারপর থেকেই সে নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়রাও খোঁজে নেমেছিলেন। কিন্তু রাত গড়ালেও কোনও খোঁজ মেলেনি।
আজ সকালে স্বর্ণাভর ত্রিপলে মোড়া দেহ ভাসতে দেখা যায় বাড়ির কাছের একটি পুকুরে। ক্ষোভে ফেটে পড়ে গ্রামবাসী। প্রতিবেশীর বিরুদ্ধে ওঠে খুনের অভিযোগ। এরপরই প্রতিবেশী বিশ্বাস পরিবারের বাড়িতে চড়াও হয় উত্তেজিত জনতা।
অভিযোগ, সেই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। দুই প্রতিবেশীকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর জখম হন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মারধরে আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসা চলাকালীন দু'জনেরই মৃত্যু হয়।
ঘটনার পর থেকে এলাকায় তীব্র উত্তেজনার পরিবেশ রয়েছে। একদিকে শিশু খুনের অভিযোগ, অন্যদিকে প্রতিবেশীর দুইজনের মৃত্যুতে উত্তেজনার পরিবেশ নিশ্চিন্তপুরে।
পুলিশ সূত্রে খবর, মৃত শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রতিবেশীর বিরুদ্ধেই অভিযোগ তুলছেন স্থানীয়দের একাংশ। তাঁদের দাবি, শিশুটিকে খুন করে দেহ লুকোনোর চেষ্টা করা হয়েছিল।