Advertisement

Lalan Sheikh Unnatural Death Update : লালনের মৃত্যুর তদন্তে CID, আজ নেবে কেস ডায়েরি

সোমবার রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্পে বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে আসতেই ছড়ায় ব্যাপক উত্তেজনা। সেইদিন রাতেই ঘটনার সম্পূর্ণ রিপোর্ট দিল্লিতে পাঠানো হয় বলে সূত্রের খবর। পাশাপাশি ঘটনায় বিভাগীয় তদন্তও শুরু করে সিবিআই (CBI)। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখতে শুরু করেন গ্রামবাসীরা। সিবিআই-এর বিরুদ্ধে খুনের অভিযোগ করেন লালনের স্ত্রী। ৩০২ ধারায় মামলা রুজু হয়। 

লালন শেখের মৃত্যুর তদন্তভার নিল সিআইডি
Aajtak Bangla
  • বীরভূম,
  • 14 Dec 2022,
  • अपडेटेड 8:17 AM IST
  • লালন শেখের অস্বাভাবিক মৃত্যু
  • তদন্তে এবার সিআইডি
  • আজ নেবে কেস ডায়েরি

লালন শেখের (Lalan Sheikh Bogtui) মৃত্যুতে সিআইডি তদন্তের দাবি আগেই জানিয়েছিলেন স্ত্রী তথা পরিবার। অবশেষে লালন শেখের রহস্যমৃত্যুর তদন্তভার হাতে নিল সিআইডি।  সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে খুন, তোলাবাজি-সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। রামপুরহাট থানা থেকে আজ কেস ডায়েরি নেবে সিআইডি। ইতিমধ্য়েই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন সিআইডি-র (CID) আধিকারিকরা। 

সোমবার রামপুরহাটের অস্থায়ী সিবিআই ক্যাম্পে বগটুইকাণ্ডে মূল অভিযুক্ত লালন শেখের অস্বাভাবিক মৃত্যুর খবর সামনে আসতেই ছড়ায় ব্যাপক উত্তেজনা। সেইদিন রাতেই ঘটনার সম্পূর্ণ রিপোর্ট দিল্লিতে পাঠানো হয় বলে সূত্রের খবর। পাশাপাশি ঘটনায় বিভাগীয় তদন্তও শুরু করে সিবিআই (CBI)। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রামপুরহাটে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখতে শুরু করেন গ্রামবাসীরা। সিবিআই-এর বিরুদ্ধে খুনের অভিযোগ করেন লালনের স্ত্রী। ৩০২ ধারায় মামলা রুজু হয়। 

ঘটনায় পরিবারের তরফে বিস্ফোরক অভিযোগ তোলা হয়। লালনের স্ত্রী অভিযোগ করে বলেন, "আমার স্বামীকে ওর শেষ করে দিয়েছে। জিভ কেটে দিয়েছে। পায়ে এত জোর জোর মেরেছে, রক্ত জমাট বাঁধা ছিল। পা মাটিতে লাগানো ছিল। সিআইডি তদন্ত চাইছি। দিদির হস্তক্ষেপ চাইছি। সিবিআই আমার স্বামীকে এভাবে হত্যা করল। আমরা দেহ নেব না। সিবিআই আমার সব শেষ করে দিল। আমার স্বামী-সংসার সব শেষ করে "

ইতিমধ্যেই ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। মেঘালয় সফরে থাকাকালীন এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, "ঘটনার নিন্দা করছি, যদি সিবিআই খুব স্মার্ট-ই হয়, তাহলে কেন মারা গেল? তার স্ত্রী মনে হয় এফআইআর দায়ের করেছেন। আমরাও বিষয়টি তুলবো।" 

বগটুই কাণ্ড
প্রসঙ্গত, গত ২১ মার্চ বোমা মেরে ও গুলি করে খুন করা হয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখকে। তারপরই হিংসার আগুন ছড়িয়ে পড়ে বগটুই গ্রামে। রাতেই গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। আগুনে পুড়ে মৃত্যু হয় ১০ জনের। ঘটনায় প্রধান অভিযুক্ত হিসেবে উঠে আসে ভাদুর অনুগামী তথা ছায়াসঙ্গী লালন শেখের নাম। পরে ঘটনার তদন্তভার হাতে নেয় সিবিইআই। ঘটনার ৮৯ দিনের মাথায় মোট ১৮ জনের নামে আদালতে প্রথম চার্জশিট জমা করে সিবিআই। চার্জশিটে নাম ছিল লালনের। তবে সেই সময় পলাতক ছিল লালন। গত কয়েকদিন আগে ঝাড়খণ্ডের পাকুরের নরোত্তমপুর থেকে লালনকে গ্রেফতার করে সিবিআই। সেদিনই তাকে রামপুরহাট আদালতে পেশ করা হলে ৬ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। আর সেই সিবিআই হেফাজতে থাকাকালীনই অস্বাভাবিক মৃত্যু হয় তার।

Advertisement

আরও পড়ুন - ফের নামবে পারদ-বৃষ্টি পূর্বাভাস ২ জেলায়, কবে?

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement