Advertisement

​Civic volunteer: মুর্শিদাবাদে সিভিক ভলান্টিয়ারের রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ পরিবারের

মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় এক সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন কুতুবপুর গ্রামের বাসিন্দা আব্দুর রউফ (৩৫)। পরদিন সকালে স্থানীয়রা তাঁকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ​

Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Mar 2025,
  • अपडेटेड 12:44 PM IST
  • মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় এক সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।
  • শনিবার রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন কুতুবপুর গ্রামের বাসিন্দা আব্দুর রউফ (৩৫)।

মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায় এক সিভিক ভলান্টিয়ারের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার রাতে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন কুতুবপুর গ্রামের বাসিন্দা আব্দুর রউফ (৩৫)। পরদিন সকালে স্থানীয়রা তাঁকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ​

পরিবারের দাবি, আব্দুরকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তাঁর স্ত্রী জানান, "আমার স্বামী সৎ পথে চলত, তাই অনেকেই তাঁকে সহ্য করতে পারত না। আমার স্বামীকে খুন করা হয়েছে। দোষীদের শাস্তি চাই।" তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এটি দুর্ঘটনা হতে পারে। ডোমকলের এসডিপিও শুভম বাজাজ জানান, "মোটরবাইক চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। মাথায় চোট রয়েছে। কোনওভাবে বাইক দুর্ঘটনায় এই ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।" ​

স্থানীয়রা উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দেখে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সাগরপাড়া থানার পুলিশ। পাশাপাশি হাসপাতালে পৌছায় বাড়ির লোকজন। তারা কান্নায় ভেঙে পড়েছেন। রাত পোহালেই ইদ। তার আগেই এই দুর্ঘটনা পরিবারে ও পাড়ায় শোকের ছায়া। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলছে। ​

 

Read more!
Advertisement
Advertisement