বাংলার সব জেলায় একটি করে বড় মল তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানান, সব জেলার হেড কোয়াটারে একটা করে বড় শপিং মল বা বিগ বাজার তৈরি করা হবে। এর জন্য টেন্ডার করা হবে। সরকারের থেকে বিনামূল্যে মিলবে জমি। তবে কিছু শর্ত বেঁধে দেন মুখ্যমন্ত্রী।
বলেন, দুটি ফ্লোর সেল্ফ হেল্প গ্রুপ অর্থাৎ স্ব-নির্ভরগোষ্ঠীর জন্য ছেড়ে দিতে হবে। শপিং মলের নীচে গাড়ির পার্কিং, ওপরে সিনেমা হল, কমিউনিটি হলও থাকবে। এর জন্য জমি দেখাও হয়ে গেছে বলে তিনি জানান। এই উদ্যোগে জেলার মানুষের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ বাড়বে। এতে ব্যবসা বাণিজ্যেরও সুযোগ তৈরি হবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।
তিনি আরও জানান, আলিপুর মিউজিয়ামের বিপরীতে চামড়ার জিনিসের মল তৈরি হচ্ছে। পুরুষ, মহিলা নির্বিশেষে সেখান থেকে চামড়ার জিনিস কিনতে পাওয়া যাবে। সেখানেই বাকি অর্ধেক অংশে থাকবে বাংলার শাড়ি। তাঁতিদের তৈরি শাড়ি সেখানে বিক্রি হবে। তাতে অনেক কর্মসংস্থানের সুযোগ আসতে চলেছে বলে তিনি জানান, যা বাংলার অর্থনীতিকেও চাঙ্গা করবে।
উল্লেখ্য, এদিন সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী সন্দেশখালি যাওয়ার কথা জানান। শেখ শাহাজাহান ইস্যুর পর এই প্রথম সন্দেশখালি যাবেন মুখ্যমন্ত্রী। আগামী ৩০ ডিসেম্বর বেলা ১টায় সন্দেশখালিতে সরকারি কর্মসূচি করবেন। এদিন মমতা বলেন, 'নির্বাচনের আগে অনেকে আমায় জিজ্ঞাসা করেছিলেন, দিদি আপনি সন্দেশখালি গেলেন না? আমি বলেছিলাম, যাব, পরে যাব। ৩০ ডিসেম্বর যাব।' এর পর আগামী ৬ জানুয়ারি গঙ্গাসাগরে প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।