Advertisement

Durga Puja Electric Bill Fee: পুজো কমিটিগুলোর জন্য ইলেকট্রিক বিলে কত টাকা ছাড়? জানালেন মমতা

দুর্গাপুজোয় পুজো কমিটিগুলিকে বিদ্যুতের ফি'তে আরও ছাড়ের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ফি মকুব করা হবে, জানান মুখ্যমন্ত্রী। গতবছর বাড়িয়ে ৭৫ শতাংশ করা হয়েছিল।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jul 2025,
  • अपडेटेड 7:41 PM IST

দুর্গাপুজোয় পুজো কমিটিগুলিকে বিদ্যুতের ফি'তে আরও ছাড়ের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ফি মকুব করা হবে, জানান মুখ্যমন্ত্রী। সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে এই নির্দেশ দেন। গতবছর বাড়িয়ে ৭৫ শতাংশ করা হয়েছিল।

সেই সঙ্গে বাড়ল পুজোর অনুদান। এবার ১ লক্ষ ১০ হাজার টাকা দেওয়া হবে ক্লাবগুলিকে। গতবছর যা ছিল ৮৫ হাজার টাকা। বাংলায় মোট ৪৫ হাজার ক্লাব আছে। এর মধ্যে ছোট ক্লাব, ফ্ল্যাটের পুজোও রয়েছে। ৫ অক্টোবর হবে পুজো কার্নিভাল। বিসর্জেন করা যাবে ২, ৩ ও ৪ অক্টোবর।

মমতার এই ঘোষণায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, 'যা পারেন করুন। চাকরি দিন। ৬ লক্ষ চাকরির পোস্ট খালি আছে। ডিএ-টা দিন।'

এবছর নিরাপত্তায়  কী কী ব্যবস্থাপনা করতে হবে? বললেন মুখ্যমন্ত্রী

- পুজোর শহরে মহিলাদের নিরাপত্তা বাড়াতে হবে। বয়োজ্যেষ্ঠ ও শারীরিক ভাবে যারা অক্ষম যাতে সমস্যা না হয় তা দেখার নির্দেশ দেন পুলিশকে। সেই সঙ্গে ভলেন্টিয়ারের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেন।
- প্যান্ডেলের ভিতরে ও বাইরে সাধারণ মানুষের জন্য ঘোষণার ব্যবস্থা করেন। 
- পুজো প্যান্ডেলে প্রবেশ ও বাহিরের পথ আলাদা করতে হবে।
- পুজো প্রাঙ্গনে রাজ্য় কল্যাণের জনকল্যাণমূলক নির্দেশিকা থাকবে।
- পুজোয় ভিড়ের কথা মনে রেখে পরিবহন বিভাগকে বেশই গাড়ি চালাতে হবে। মেট্রো ও ট্রেন যেন বেশি চালানো হয়।
- হাসপাতাল ও অ্যাম্বুলেন্সগুলিকে যেকোনও অপ্রীতিকর ঘটনায় সজাগ থাকতে হবে।
- ভিড়ের জন্য কোনও পদপিষ্টের ঘটনা না ঘটে তা দেখতে হবে পুজো কমিটিগুলিকে।
- ফায়ার ব্রিগেড জোন অনুযায়ী ভাগ করতে হবে।

 

Read more!
Advertisement
Advertisement