রাজ্য রাজনীতিতে চলছে 'বাংলা ভাষা' তরজা। সেই বাংলা ভাষা নিয়েই অমিত মালব্যের পোস্টকে নিশানা মমতার। এদিন হুগলিতে বন্যা পরিস্থিতি পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর কামারপুকুরে রামকৃষ্ণ মঠে বক্তৃতা দেন। এখান থেকেও বাংলা ভাষা নিয়ে বিজেপির রাজনীতিকে নিশানা করলেন।
মমতা এদিন বলেন, "বাংলা বলে কোনও ভাষাই নেই? আরে বাংলা ছাড়া ভারত হয়, না পৃথিবী হয়? জাতীয় সঙ্গীতের ভাষা কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়....আমাদের ভাষাকে নিয়ে খেলবার চেষ্টা করবেন না, অসম্মানও করার চেষ্টাও করবেন না।"
প্রসঙ্গত, সোমবার এক্স হ্যান্ডেলে অমিত মালব্য একটি পোস্ট করেন। তাতে তিনি লেখেন, 'দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ব্যবহৃত ভাষাকে বাংলাদেশি বলে একেবারেই ঠিক কাজ করেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সেটার ব্যাখ্যা করেছেন তা বিপজ্জনক ও উস্কানিমূলক।'
তিনি আরও লেখেন, 'দিল্লি পুলিশের চিঠিতে কোথাও বাংলা বা বাঙালিকে বাংলাদেশি ভাষা বলে বর্ণনা করা হয়নি। ভাষাগত সংঘাত উস্কে দেওয়ার জন্য মমতা দায়ী। এজন্য তাঁকে জবাবদিহি করতে হবে।' এরই বিরোধিতা করেন মুখ্যমন্ত্রী।
মমতা এদিন এও জানিয়ে দেন, "আমাদের মধ্যে ভাগাভাগি নেই। সবাইকে নিয়ে একত্রে থাকার বাণী শিখেছিলাম রামকৃষ্ণ পরমহংস দেবের থেকে। জলকে কেউ জল বলে, কেউ পানি, কেউ ওয়াটার বলে। তফাত আর কিছু নেই। রক্ত তো সকলের এক।"
দিল্লিতে বাংলা ভাষীদের ধরে ধরে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে অজস্র অভিযোগ এসেছে। এমনও হয়েছে, পুলিশ তুলে নিয়ে যাচ্ছে পরিযায়ী শ্রমিকদের। এরই মধ্যে রাজ্য রাজনীতিতে চলছে ‘বাংলাদেশের ভাষা’ সংঘাত। সেই ইস্যুতে বিতর্ক আরও মাথা চাড়া দেয় বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর মন্তব্য ঘিরে। আজ তারই জবাব দিলেন মমতা।