Advertisement

Mamata Banerjee on Sonali Khatun: 'নথি থাকা সত্ত্বেও সোনালিকে কেন বাংলাদেশ পুশব্যাক?', অনুপ্রবেশকারী ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার

কবে ফিরবেন পুশব্যাক হওয়া অন্তঃসত্ত্বা সোনালি খাতুনরা? বাংলাদেশের কোর্ট তাঁদের ফিরিয়ে দেওয়ার কথা বললেও এখনও এর কোনও উত্তর নেই। এদিন সোনালি প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার গাজোলের জনসভা থেকে কেন্দ্রকে নিশানা করে মমতার প্রশ্ন, "বাংলা ভাষায় কথা বললে সবাই বাংলাদেশি? সোনালি কি বাংলাদেশি ছিল?"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায়মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোাধ্যায়
Aajtak Bangla
  • মালদা,
  • 03 Dec 2025,
  • अपडेटेड 2:39 PM IST

কবে ফিরবেন পুশব্যাক হওয়া অন্তঃসত্ত্বা সোনালি খাতুনরা? বাংলাদেশের কোর্ট তাঁদের ফিরিয়ে দেওয়ার কথা বললেও এখনও এর কোনও উত্তর নেই। এদিন সোনালি প্রসঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে গর্জে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদার গাজোলের জনসভা থেকে কেন্দ্রকে নিশানা করে মমতার প্রশ্ন, "বাংলা ভাষায় কথা বললে সবাই বাংলাদেশি? সোনালি কি বাংলাদেশি ছিল?"

তিনি আরও বলেন, "সোনালি তো ভারতীয় ছিল। ওর তো ভারতের সব ডকুমেন্ট ছিল। তাহলে কেন বিএসএফের হাত দিয়ে অন্তঃসত্ত্বা সোনালিকে বাংলাদেশে পুশব্যাক করে পাঠিয়ে দিলেন? সুপ্রিম কোর্ট বলেছে সোনালিদের ফেরাতে হবে। আমরা কোর্টে কেস করে, অর্ডার করেছি।"

সোমবার বাংলাদেশের কোর্টে জামিন পান সোনালিরা। বুধবার সুপ্রিম কোর্টে কেন্দ্র জানিয়ে দেয় মানবিকতার খাতিরে সোনালি খাতুনকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনতে প্রস্তুত। কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে ওই কথা জানান সলিসিটার জেনারেল তুষার মেহতা। এরপরই সুপ্রিম কোর্টে নির্দেশ দেয়, সোনালি খাতুন ও তার ৮ বছরের ছেলেকে ফিরিয়ে আনতে হবে।

প্রসঙ্গত, দিল্লি থেকে বাংলাদেশি সন্দেহে পুশব্যাক করা হয়েছিল পরিযায়ী শ্রমিক সোনালিদের। অবশেষে ভারতে ফিরছেন সোনালি খাতুন ও তাঁর নাবালক সন্তান। বুধবার কেন্দ্রও সুপ্রিম কোর্টের নির্দেশে মানবিকতার খাতিরে তাঁকে দেশে ফিরিয়ে আনতে রাজি হয়। শীর্ষ আদালতের তরফে সোনালি ও তাঁর সন্তানের দেখভালের দায়িত্বও নিতে বলা হয়েছে। তবে সোনালিরা ঘরে না ফেরা পর্যন্ত উদ্বেগ কাটছে না পরিবারের।

Read more!
Advertisement
Advertisement