Advertisement

Mamata Banerjee: পুলিশের নীচুতলার একাংশ রাজ্য সরকারকে ভালোবাসে না : মমতা

আলু ও পেঁয়াজের দামে রাশ টানতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের রাজ্য বাদে বাইরে চলে যাচ্ছে আলু। মুনাফার জন্য কিছু দালাল এই কাজ করছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। পাশাপাশি, সীমানা পেরিয়ে আলু বাইরে চলে যাওয়া নিয়ে পুলিশকেও তুলোধনা করেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Nov 2024,
  • अपडेटेड 5:43 PM IST

আলু ও পেঁয়াজের দামে রাশ টানতে তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের রাজ্য বাদে বাইরে চলে যাচ্ছে আলু। মুনাফার জন্য কিছু দালাল এই কাজ করছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর। পাশাপাশি, সীমানা পেরিয়ে আলু বাইরে চলে যাওয়া নিয়ে পুলিশকেও তুলোধনা করেন তিনি।

বৃহস্পতিবার নবান্নে আলুর দাম বৃদ্ধি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "বর্ডার দিয়ে বাংলার আলু বাড়িয়ে চলে যাচ্ছে। আমার প্রয়োজন মিটিয়ে বাইরে যাক কোনও অসুবিধা নেই। কিন্তু বাংলতে দাম বাড়িয়ে অন্য জায়গা থেকে মুনাফা করব, আর আলু চাষিদের জন্য বিমা করব, দুটো একসঙ্গে হতে পারে না।"

পুলিশ কর্মীদের উদ্দেশ্যে বলেন, "বর্ডার দিয়ে সব আলু বেরোচ্ছে। কন্ট্রোল করো। নীচুতলার পুলিশ কর্মীরা কয়লাচুরি, বালিচুরি করছে, বদনাম হচ্ছে তৃণমূল নেতাদের। পলিটিকাল নেতারা ৫ টাকা নিলে বলে ৫০০ টাকা খেয়েছে। তবে তারা জনগণের কথা ভাবে, দায়বদ্ধতা থাকে। কিন্তু নীচুতলার একাংশ পুলিশ রাজ্য সরকারকে ভালোবাসে না। পুলিশ আর CISF-এর কিছু লোক চুরি করছে। টাকা খেয়ে বালি-কয়লা-সিমেন্ট চুরি করছে। এই জায়গাগুলি টেন্ডার করে দাও। দুর্নীতি করলে আমি বাঁচাব না। আমি সিআইডির খোলনলচে বদলে দেব। দালালরা সমাজকে শেষ করে দিচ্ছে, আর ভাগ দিচ্ছে অনেককে। তাঁদের নিজের বাংলায় আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি চলবে না।" পাশাপাশি, শীঘ্রই টাস্ক ফোর্সের বৈঠক করার কথা জানান তিনি। 

প্রসঙ্গত, দিন কয়েকে অনেকটা বেড়েছে আলুর দাম। নতুন আলু উঠতে আরও মাসদুয়েক বাকি। তার আগে রাজ্যের মানুষকে কম দামে আলু দিতে কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর। 

Read more!
Advertisement
Advertisement