Advertisement

করোনায় প্রয়াত মুখ্যমন্ত্রীর ভাই অসীম বন্দ্যোপাধ্যায়

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে করোনার হানা। মারা গেলেন তাঁর ভাই অসীম বন্দ্যোপাধ্যায়।

asim banerjee
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 May 2021,
  • अपडेटेड 5:36 PM IST
  • করোনা প্রাণ কাড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইয়ের
  • আজ সকালে মারা যান তিনি
  • দুপুরের পর অসীমবাবুর শেষকৃত্য সম্পন্ন হবে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে করোনার হানা। মারা গেলেন তাঁর ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। আজই কলকাতার এক বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। 

ওই বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে, 'মুখ্যমন্ত্রীর মেজোভাই অসীম বন্দ্যোপাধ্যায় আজ সকালে মারা গিয়েছেন। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। গত ১ মাস ধরে তাঁর করোনার চিকিৎসা চলছিল।' 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার সূত্রে খবর, করোনার প্রোটোকল মেনে আজ অসীম বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্য সম্পন্ন হবে নিমতলা মহাশ্মশানে। দুপুরের পর শেষকৃত্য হওয়ার কথা। মাসখানেক ধরে অসীমবাবু হাসপাতালে ভর্তি ছিলেন। কালীঘাটের বাড়িতেই থাকতেন তিনি।

আরও পড়ুন : প্রচণ্ড গতিতে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় টাউকটে, জরুরি বৈঠক প্রধানমন্ত্রীর

হাসপাতালের তরফে খবর, গত একমাসে অসীমবাবুর অবস্থার কখনও উন্নতি হয়েছে, কখনও অবনতি হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, করোনার চিকিৎসা চলছিল অসীমবাবুর। তবে আজ তিনি মারা যান।

প্রসঙ্গত, রাজ্যে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ২০ হাজার ৮৪৬ জন সংক্রমিত হয়েছেন। রাজ্যে গতকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৯৪ হাজার ৮০২ জন। দেশের করোনা পরিস্থিতিও উদ্বেগজনক। তা নিয়ে ইতিমধ্যেই আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের তরফে জানানো হয়েছে, ভারতের বিভিন্ন রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ছে। যা বেশ চিন্তার বিষয়।  

উল্লেখ্য, ভারতের বিভিন্ন রাজ্যে অক্সিজেনের ঘাটতির বিষয়টি সামনে এসেছে। নেই পর্যাপ্ত ভ্যাকসিনও। দেশের বিভিন্ন হাসপাতালে সকাল থেকে ভ্যাকসিনের জন্য লাইন দিয়ে খালি হাতে ফিরছে হচ্ছে অনেককেই। ভ্যাকসিন ও অক্সিজেন পরিস্থিতির মোকাবিলায় একাধিকবার বৈঠকে বসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে তারপরও সমস্যা মেটেনি। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement