Advertisement

CM Mamata Banerjee: 'দোষীরা কেউ আমার বন্ধু নয়, কোনও সম্পর্ক নেই', ধর্নামঞ্চে দাবি মুখ্যমন্ত্রীর

বৃষ্টিমুখর দিনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনস্থলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দেন সমস্ত প্রতিশ্রুতি মেনে নেবেন তিনি। তবে পাঁচ দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন এও বলেন, "দোষীরা কেউ  আমার বন্ধু নয়, শত্রু নয়। আমাদের সঙ্গে সম্পর্ক নেই।"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2024,
  • अपडेटेड 6:37 PM IST

বৃষ্টিমুখর দিনে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনস্থলে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশ্বাস দেন সমস্ত প্রতিশ্রুতি মেনে নেবেন তিনি। তবে পাঁচ দফা দাবিতে অনড় জুনিয়র চিকিৎসকেরা। পাশাপাশি মুখ্যমন্ত্রী এদিন এও বলেন, "দোষীরা কেউ  আমার বন্ধু নয়, শত্রু নয়। আমাদের সঙ্গে সম্পর্ক নেই।"

শনিবার স্বাস্থ্যভবনের সামনে থেকে চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, "দোষীরা কেউ বন্ধু নয়, আমার শত্রু নয়। আপনারা ভাবছেন দোষীরা আমার বন্ধু, আমি তাঁদের চিনিই না। আমাদের সঙ্গে কোনও  সম্পর্ক নেই। সকলে পদ্ধতির মাধ্যমে পদে আসে। যদি তারা এই খুনের সঙ্গে, দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে, আমি সাধ্যমতো চেষ্টা করব। আপনারা নিজেদের মধ্যে কথা বলুন, আমি আছি আপনাদের সঙ্গে। আমি কোনও কিছুই করব না। কোনও ডাক্তারের বিরুদ্ধে কোনও অ্যাকশন নেওয়ার বিরুদ্ধে। আপনাদের ছাড়া সিনিয়ররা কাজ করতে পারবেন না, আপনাদের প্রয়োজন। আপনারা ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। আমি আপনাদের ধর্না মঞ্চে এসেছি, মুখ্যমন্ত্রী হয়ে নয়, আপনাদের দিদি হয়ে। আমি চাই দোষীদের যেন ৩ মাসের মধ্যে শাস্তি হয়।"

তিনি চিকিৎসকদের পরামর্শ দেন, "বাইরের খাবার দিলে সব খাবার খাবেন না।" তিনি এদিন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের রোগী কল্যান সমিতি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। আর জি কর মেডিকেল সহ সব মেডিকেল কলেজে রোগী কল্যাণ সমিতি গঠন হবে বল জানান।

মুখ্যমন্ত্রীর বার্তার পর জুনিয়র ডাক্তাররা জানান, তাঁরা আলোচনায় বসতে চান। কিন্তু তাঁদের পাঁচ দফা দাবির সঙ্গে কোনও রকম সমঝোতা করবেন না। তাঁরা পাঁচ দফা দাবিতে অনড়ই থাকছেন। পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করবেন বলে জানান। মুখ্যমন্ত্রী আলোচনায় বসতে চেয়েছেন, আন্দোলনকারীরাও এই 'সদিচ্ছা'-কে স্বাগত জানান।

এই মুহূর্তে আন্দোলনরত চিকিৎসকেরা আরও একবার জেনারেল বডি মিটিং করছেন। নিজেদের মধ্যে আলোচনা করছেন।

Read more!
Advertisement
Advertisement