Advertisement

CM Mamata Banerjee: জেলা সফরে মুখ্যমন্ত্রী, আজ যাচ্ছেন পূর্ব বর্ধমান; কী কী কর্মসূচি?

পূর্ব বর্ধমান সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনের সফরে যাচ্ছেন আজ বর্ধমান যাচ্ছেন তিনি। মঙ্গলবার বেলা ২টো নাগাদ সভা শুরু হওয়ার কথা। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাকে নিয়ে এই সভা হবে। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Aug 2025,
  • अपडेटेड 9:52 AM IST

পূর্ব বর্ধমান সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিনের সফরে যাচ্ছেন আজ বর্ধমান যাচ্ছেন তিনি। মঙ্গলবার বেলা ২টো নাগাদ সভা শুরু হওয়ার কথা। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের মাঠে প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলাকে নিয়ে এই সভা হবে। 

সভায় উপস্থিত থাকবেন দুই জেলার জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি সহ প্রশাসনিক আধিকারিকর, জেলা পুলিশের পদস্থ আধিকারিক, বিধায়কেরা। এই সভা থেকে একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। সভামঞ্চ থেকে এদিন তিনি বক্তব্য রাখবেন। সেখান থেকে নতুন কী ঘোষণা করেন তা দেখার।

মুখ্যমন্ত্রীর এই সভায় আজ পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী মলয় ঘটক, স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহ সভাধিপতি গার্গী নাহা, পুলিশ সুপার সায়ক দাস, দলীয় সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বিধাযক খোকন দাস, পৌরপ্রধান পরেশ নাথ সরকার, মহিলা সভানেত্রী নীলা মুন্সী, যুব সভাপতি রাসবিহারী হালদার, ছাত্র পরিষদের স্বরাজ ঘোষ সহ বিভিন্ন বিভাগীয় আধিকারিকেরা উপস্থিত থাকবেন। 

কী কী প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী?
এদিন বর্ধমানে দামোদর নদের ওপর প্রস্তাবিত শিল্প সেতুর (কৃষক সেতুর বিকল্প) শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এছাড়া, মন্তেশ্বর হাসপাতালের সম্প্রসারিত বিল্ডিং, কাটোয়া ও মঙ্গলকোটের কয়েকটি রাস্তা নির্মাণ কাজেরও শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রীর। এদিন মুখ্যমন্ত্রী 'আমাদের পাড়া, আমাদের সমাধান' শিবির ঘুরে দেখতে পারেন। যে কারণে জামালপুর, মেমারি, বড়শুলের শিবিরগুলিতে প্রস্তুতি চলছে।

সভা শেষে মুখ্যমন্ত্রী জি টি রোড ধরে পুলিশ লাইন পর্যন্ত পদযাত্রা করতে পারেন। সেখানেও সমস্ত প্রস্তুতি করে রাখা হচ্ছে।

Read more!
Advertisement
Advertisement