বাংলা ভাষা বিতর্কে রাজনৈতিক চাপানউতোরে সরগরম রাজ্য রাজনীতি। বাংলার বাইরে পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পুশব্যাক ইস্যুতে বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কন্যাশ্রী প্রকল্পের দ্বাদশ বর্ষ উদযাপনের মঞ্চেও বাংলা ভাষা প্রসঙ্গ তুললেন মুখ্যমন্ত্রী।
বলেন, "আমি করি দেশের ও বিশ্বসেরা বাংলা...। বাংলা ভাষার মাধুর্য কোথাও পাবেন না। প্রয়োজনে ইংরেজিটা খুব দরকার। এটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। বাংলা স্কুলেও ভালো করে ইংরেজিটা পড়ানো হয়। আগে ক্লাস ফাইভ পর্যন্ত ইংরেজি শেখানো বন্ধ ছিল। কিন্তু আমরা এসে চালু করলাম। সব ভাষাই জানা উচিত। যত ভাষা শিখবেন তত উন্নত হবেন। তবে দয়া করে মাতৃভাষা, মাটি ভুলবেন না....।"
এদিন মুখ্যমন্ত্রী জানান, ৯৩ লক্ষের বেশি কন্যাশ্রী বাংলায় রয়েছে। আগামী বছরের মধ্যে ১ কোটি করার পরিকল্পনা করা হচ্ছে। আগে শুধুমাত্র দ্বাদশ শ্রেণি পর্যন্ত কন্যাশ্রী প্রকল্প দেওয়া হত, এখন কলেজের মেয়েরাও পান।
দিনকয়েক আগে বাংলা ভাষা নিয়েই বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্যের পোস্টকে নিশানা করেন মমতা। বাংলা ভাষা নিয়ে বিজেপির রাজনীতিকে নিশানা করেন। মমতা বলেন, "বাংলা বলে কোনও ভাষাই নেই? আরে বাংলা ছাড়া ভারত হয়, না পৃথিবী হয়? জাতীয় সঙ্গীতের ভাষা কে লিখেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বন্দে মাতরম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়....আমাদের ভাষাকে নিয়ে খেলবার চেষ্টা করবেন না, অসম্মানও করার চেষ্টাও করবেন না।"
প্রসঙ্গত, এক্স হ্যান্ডেলে অমিত মালব্য একটি পোস্ট করেন। তাতে তিনি লেখেন, 'দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ব্যবহৃত ভাষাকে বাংলাদেশি বলে একেবারেই ঠিক কাজ করেছে। তবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সেটার ব্যাখ্যা করেছেন তা বিপজ্জনক ও উস্কানিমূলক।' বাংলা ইস্যুকে কেন্দ্র করে চরম সংঘাতে পৌঁছেছে রাজ্য-কেন্দ্র তরজা।