আলুর দাম বৃদ্ধি নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বাজার পরিস্থিতি নিয়ে বৈঠক করেন তিনি। আর সেখানেই আলুর দাম বৃদ্ধির কারণ ব্যাখা করলেন। তাঁকে না জানিয়ে আলুর দাম কেন বাড়ানো হল, সেটাও জানতে চাইলেন মুখ্যমন্ত্রী।
তিনি বলেন, বাংলার আলু ভিন রাজ্যে বিক্রি করে দেওয়া হচ্ছে। আর সেই কারণেই আলুর দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, 'আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে যদি তারপর থাকে তাহলে বিক্রি করো।'
রাজ্যে কৃষিজীবীদের শস্য বিমা দেয় সরকার। সেই বিষয়টি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, 'আমরা, সরকার বিমা দেব, কিন্তু তারপর আলু ভিন রাজ্যে বিক্রি হয়ে যাবে... এটা হতে দেওয়া যাবে না।'
মুখ্যমন্ত্রী আরও বলেন, 'নতুন আলু উঠতে-উঠতে জানুয়ারি। বর্ডার দিয়ে এগুলো যাচ্ছে।' এরপরেই তিনি আধিকারিকদের কাছে রাজ্যের খাতায় কত আলু মজুদ আছে, তার হিসাব জানতে চাইলেন। তিনি বললেন, বীজের জন্য যেটুকু আলু লাগে সেটা রেখে বাকি স্টকের বিষয়ে এর আগেই জানতে চেয়েছিলেন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যের তরফে আলু উৎপাদন বাড়ানোর জন্য সহায়তা করা হয়। তিনি বলেন, 'আমি বলেছিলাম ১ লক্ষ করে করে ছাড়ব। কিন্তু তারপরে যতটা পেরেছে নিয়ে নিয়েছে।'
মুখ্যমন্ত্রী এরপরেই বলেন, 'লোকাল পুলিশের একাংশ জড়িয়ে। পলিটিকাল নেতাদের নিয়ে মানুষ সমালোচনা করে। পাঁচ টাকা খেলে বলে পাঁচশো টাকা খেয়েছে। কিন্তু লোয়ার লেভেলে কিছু অফিসার এবং কর্মী, যাঁরা বাংলাকে ভালবাসে না, তারা কয়লা বল, বালি বল... দুর্নীতি হচ্ছে।'
শুধু আলু নয়, পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, রাজ্যের তরফে পেঁয়াজের উৎপাদন বাড়ানোর জন্য সবরকম চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতেও পেঁয়াজের দাম রাজ্যের পরিবর্তে বাইরে চলে যাচ্ছে। আর সেই কারণে চড়া দামে পেঁয়াজ কিনতে হচ্ছে রাজ্যবাসীকে। তিনি বলেন, 'পেঁয়াজ আমি কষ্ট করে করছিলাম। আমাকে নাসিক থেকে আনতে হচ্ছিল।' এরপরেই আধিকারিকের কাছে জানতে চান, 'এখন আমাদের কত পেঁয়াজ উৎপাদন বেড়েছে?'
আধিকারিক জানান, 'এখানে তো, আগে ৭ লক্ষ টন হত, এখন ৩ লক্ষ টন এখানে হচ্ছে।' এরপরেই মুখ্য়মন্ত্রী বলেন, 'আমার যদি বেশিটা বাইরে বিক্রি হয়ে যায়... তাকে আমি টাকা দেব, বিমা দেব, জমি উন্নয়নের টাকা দিচ্ছি, প্রিজার্ভেশনের টাকা দিচ্ছি, আর এগুলো অন্য রাজ্যে চলে যাবে?'
তবে এর জন্য কৃষকরা দায়ী নন বলেও স্পষ্ট করে দেন মমতা। তিনি বলেন, 'চাষিরা এগুলো করে না। কিছু মিডলম্যান, দালালরা এটা করছে। দালালি করে সব শেষ করে দিচ্ছে।'