Advertisement

Mamata Banerjee: মানুষ বন্যায় আক্রান্ত, চিকিৎসকেরা কাজে ফিরুন, এটা রাজনীতির সময় নয়: মমতা

ডিভিসির ছাড়া জলে গ্রামের পর গ্রাম চলে গেছে জলের তলায়। পাঁশকুড়া পরিদর্শনে গিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, জলের কারণে রোগ বৃদ্ধি পেতে পারে। চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Sep 2024,
  • अपडेटेड 3:09 PM IST

CM Mamata Banerjee: ডিভিসির ছাড়া জলে গ্রামের পর গ্রাম চলে গেছে জলের তলায়। পাঁশকুড়া পরিদর্শনে গিয়ে ডিভিসির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, জলের কারণে রোগ বৃদ্ধি পেতে পারে। চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ করেন তিনি।

পাশাপাশি, তিনি চিকিৎসকদের অনুরোধ করেন কাজে ফেরার। মুখ্যমন্ত্রী বলেন, "জল কমলেই সাপ ডাঙায় আসবে। জলের কারণে সাপের কামড়ের ঝুঁকি বাড়ছে, ডায়ারিয়া, জ্বর এগুলো তো হবেই। মুখ্যসচিবকে বলেছি যেন মেডিক্যাল ক্যাম্পের ব্যবস্থা করেন। মেডিক্যাল ক্যাম্প যে করব, এখনও তো কাজে যোগদান হয়নি। আমি আমার সাধ্যমতো করেছি। এর থেকে বেশি কিছু বলার নেই। আমি আশা করি তাঁদের শুভবুদ্ধি হবে। এই সময়টা রাজনীতি করার সময় নয়। মানুষ বন্যায় আক্রান্ত।"

এদিন বলেন, "প্রায় ৪-সাড়ে ৪ লক্ষ জল ছেড়েছে ডিভিসি। কোনওদিন কিন্তু এটা হয়নি। আমাদের জানাচ্ছে না। কোনও হিসেব নেই। আমরা টাইম টু টাইম মনিটরিং করি। আমি ডিভিসির চেয়ারম্যানকে ফোন করেছিলাম। বলেছিলাম, বর্ষায় জল হয়ে গেছে, এখন প্লিজ জল ছাড়বেন না। আমরা এবার আমি তাদের সঙ্গে কোনও সম্পর্কই রাখব না। আমাদের রাজ্য়টা নৌকোর মতো। তিনবার ফোন করে অনুরোধ করেছে... এভাবে বছরের পর বছর চলতে পারে না।"

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, রাজ্যকে না জানিয়ে জল ছেড়েছে ডিভিসি। তার জেরে জলের তলায় একাধিক জায়গায় প্লাবিত হয়েছে। পরশুড়ার প্লাবন পরিস্থিতি দেখে কেন্দ্রের অসহযোগিতা এবং উদাসীনতায় বাংলায় প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ তোলেন। তোপ দাগেন ডিভিসিকেও।  বলেন এটি 'ম্যান মেড বন্যা'।

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement