Advertisement

CM Mamata Banerjee in Murshidabad: 'দাঙ্গা করলে আমি আপনাদের পাশে থাকব না', সুতিতে বার্তা মমতার

ধুলিয়ান, সুতি ও ফরাক্কা নিয়ে নতুন সাব ডিভিশন অফিস তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের সুতির ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয় প্রাঙ্গনে সরকারি অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী। দাঙ্গা নিয়ে সরব হন মমতা। বিরোধী দলগুলিকে নিশানা করেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Aajtak Bangla
  • বহরমপুর,
  • 06 May 2025,
  • अपडेटेड 2:13 PM IST

ধুলিয়ান, সুতি ও ফরাক্কা নিয়ে নতুন সাব ডিভিশন অফিস তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের সুতির ছাবঘাটি ক্ষুদিরাম দাস বিদ্যালয় প্রাঙ্গনে সরকারি অনুষ্ঠান করেন মুখ্যমন্ত্রী। দাঙ্গা নিয়ে সরব হন মমতা। বিরোধী দলগুলিকে নিশানা করেন।

দাঙ্গার বিরোধিতায় মমতা এদিন বলে, " ১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল। বাবরি মসজিদের সময় সারা বাংলায় দাঙ্গা হলেও মুর্শিদাবাদে হয়নি। এখানকার মানুষ করতে দেয়নি। কাটরা মসজিদের দাঙ্গায় ৪০ জন মারা গিয়েছিল। আমি অনুরোধ করব, আমি আপনাদের পায়ের নীচে আছি। কোনও কাজ ছোট নয়, সব কাজ বড়। মা-বোনেরা দাঙ্গা রুখবেন। আপনারা দয়া করে বিজেপির কথা শুনে বা আর কোনও ধর্মীয় সংগঠন, মৌলবাদীদের কথা শুনে ভাগাভাগি করবেন না। আপনারা যদি মানুষে মানুষে ভাগ করেন আমার হৃদয়টা আলাদা করে দিন। আমি দাঙ্গা চাই না। আমি দাঙ্গার বিরুদ্ধে। বাইরে থেকে লোক এনে দাঙ্গা করানো হয়। কারও কথায় দাঙ্গা করলে দিদি আপনার কাছে থাকবে না। দাঙ্গা রুখলে দিদি আপনার সঙ্গে থাকবে। আমরা শান্তি চাই।"

আরও বলেন, "আমাদের লোকেদের ওপর অত্যাচার হচ্ছে। বাংলায় কথা বললে পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হচ্ছে। আমাদের এখানেও দেড় কোটির ওপর পরিযায়ী শ্রমিক আছে। আমরা তাদের ভালোবাসি। আমরা যদি ভালোবাসি আপনারা কেন তাঁর গায়ে হাত দেবেন? রাজনীতি করার জন্য রাজপাট আলাদা রাখো।"

এদিন মুর্শিদাবাদে সামসেরগঞ্জের সংঘর্ষ কবলিত এলাকা ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি উধমপুরে শহিদ ঝন্টু আলি শেখের স্ত্রীকে হোমগার্ডের চাকরি, ১০ লক্ষ টাকা অর্থসাহায্যের ঘোষণা করেন। দাঙ্গা কবলিত ৪০০টি পরিবারের সঙ্গে দেখা করেন। ইতিমধ্যে সরকার পরিবারগুলিকে নানারকম সাহায্য তুলে দিয়েছে বলে জানান। আজ ২৮০ জনকে ১ লক্ষ ২০ হাজার টাকা চেক দেওয়া হয়। বাকি এসসি কমিশন এসসিদের ও ওবিসিদের ওবিসি কমিশন  দেবে। এছাড়াও আরও সাহায্য করা হচ্ছে। মুর্শিদাবাদে মোট ১৬৭টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement