বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিয়ের দিন উপহার পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফুলের তোড়া আর রাজ্য সরকারের লোগো লাগানো হলুদ খাম নিয়ে আসেন মুখ্যমন্ত্রীর প্রতিনিধিরা। দিলীপের হাতে তুলে দেওয়া হয় এই উপহার।
রাজনীতির ময়দানে মমতার সঙ্গে অনেক মতবিরোধ থাকলেও সৌজন্য পালন করেছেন মুখ্যমন্ত্রী। দিলীপের নিউ টাউনের বাড়িতে শুভেচ্ছাবার্তাও পাঠান মমতা। চিঠিতে লেখা ছিল, "রিঙ্কু মজুমদারের সঙ্গে আপনার বিবাহবন্ধনের কথা জেনে আনন্দিত হলাম। জীবনের নতুন অধ্যায়ের সূচনায় রিঙ্কুদেবী ও আপনাকে আমার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আপনাদের যৌথ জীবন সুখের হোক।"
কাল খবরটি প্রকাশ্যে আসতেই দিলীপের বিয়ে ঘিরে রাজ্য রাজনীতীতে তোলপাড় পড়ে গেছে। ষাট পেরিয়ে বিয়ের পিঁড়িতে বসায় সকলে অবাক হয়েছেন ঠিকই। তবে খুশিতে শুভেচ্ছার বন্যা বইয়ে দেন বিরোধী দলের নেতানেত্রীরাও। ষাটোর্দ্ধ দিলীপের বিয়ের ফুল ফোটায় বেজায় খুশি নেটিজেনরাও।
রাজনীতির ময়দানে বহুদিন পর বাজবে সানাই। তাও আবার দিলীপ ঘোষ বলে কথা! যে কারণে তোলপাড় রাজ্য রাজনীতি।
প্রসঙ্গত, শুক্রবার বিকেল সাড়ে ৫টা নাগাদ রিঙ্কু মজুমদারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন দিলীপ ঘোষ। সকাল থেকেই দিলীপের বাড়িতে গিয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়ে এসেছেন বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্য নেতারা। গিয়েছিলেন বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যও।