Advertisement

Mamata Banerjee: যারা ছৌ নাচ করে, তারা ভাল জাম্প দেয়, জিমন্যাস্টিক ট্রেনিং দেওয়া হোক: মমতা

ছৌ শিল্পীদের ট্যালেন্টকে কাজে লাগানো হোক। পশ্চিমের জেলার ছেলেমেয়েদের জিমন্যাস্টিক, অ্যাথলেটিক্সের ট্রেনিংয়ের কথা ভাবা হোক। এদিন আদিবাসী ভবনে বিরসা মুণ্ডার ১৫০ তম জন্মবার্ষিকী সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই একথা বলেন।

ছৌ শিল্পীদের নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।ছৌ শিল্পীদের নিয়ে যা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Nov 2024,
  • अपडेटेड 7:12 PM IST

ছৌ শিল্পীদের ট্যালেন্টকে কাজে লাগানো হোক। পশ্চিমের জেলার ছেলেমেয়েদের জিমন্যাস্টিক, অ্যাথলেটিক্সের ট্রেনিংয়ের কথা ভাবা হোক। এদিন আদিবাসী ভবনে বিরসা মুণ্ডার ১৫০ তম জন্মবার্ষিকী সংক্রান্ত অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানেই একথা বলেন। আরও বলেন, সঠিকভাবে ট্রেনিং দিলে, একদিন আমাদের আদিবাসী সমাজের ছেলেমেয়েরাই অলিম্পিকের মতো মঞ্চ থেকে সোনা আনবে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী এদিন একসময় আদিবাসী সমাজের আর্থিক অনটনের কথাও স্মরণ করেন। বলেন, 'একসময় রেশনও পেতেন না। পিঁপড়ে খেয়ে থাকতেন।'

এদিন বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, 'যাঁরা ছৌ নাচ করে তারা ভাল জাম্প দিতে পারে। এদের জিমন্যাস্টিকের ট্রেনিং দিলে এরা ভাল করবে। আমি অরূপকে এই বিষয়টা দেখতে বলব।' তিনি আরও বলেন, ছৌ নাচ বিশ্বমঞ্চে বড় স্বীকৃতি পেয়েছে। আর সেই কারণেই ছৌ শিল্পীদের জন্য তিনি গর্বিত বলে জানান মুখ্যমন্ত্রী। 

আদিবাসী সমাজের আর্থিক বিষয় নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 'এখন তো রেশন পাচ্ছে। আমরা যখন ক্ষমতায় এসেছিলাম, তার আগে, ২০১১ সালে এরা সেটাও পেত না। পিঁপড়ে খেয়ে থাকতে হত।' 

তিনি আরও বলেন, 'আমরা ২০১১ সালে যখন ক্ষমতায় এসেছিলাম, তখন ট্রাইবাল উন্নয়নের জন্য সেভাবে বরাদ্দ করা হত না। মাত্র ১৬০ কোটি টাকা বরাদ্দ করা হত। আজ সেখানে দেড় হাজার কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়।' 

এর পাশাপাশি আদিবাসীদের শিক্ষা, উন্নয়নের লক্ষ্য়ে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। 

Read more!
Advertisement
Advertisement