আবারও পারদ নামল কলকাতায়। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের নামল ১৪ ডিগ্রির ঘরে। যার জেরে সকালে ভালই ঠান্ডা মালুম হল। তবে বেলা গড়ালে খানিকটা গরম ভাব থাকছে। গত কয়েক দিন ধরেই শহরে কনকনে শীতের আমেজ উধাও। এই পরিস্থিতিতে নতুন করে কলকাতায় জাঁকিয়ে শীত আদৌ স্থায়ী হবে কি না, সে নিয়ে সংশয় রয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ৫ দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। অন্য দিকে, কয়েকটি জেলায় ভোরের দিকে কুয়াশা হতে পারে।
আর কি ফিরবে জাঁকিয়ে শীত?
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী ৫ দিন তাপমাত্রার কোনও হেরফের হবে না। আগামী ৫ দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রার কোনও হেরফের হবে না। তারপরে ফের পারদ পতন হয় কি না, সেটাই দেখার।
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
কলকাতায় কত তাপমাত্রা?
হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি বেশি। এদিন শহরে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৩ ডিগ্রি বেশি। শহরে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৬ শতাংশ এবং ন্যূনতম ৪৬ শতাংশ।