Advertisement

Cough Syrup Banned in Bengal: বাংলাতেও নিষিদ্ধ হল Coldrif কাফ সিরাপ, কিন্তু অন্য আশঙ্কায় শিশুরোগ বিশেষজ্ঞরা

শিশুরোগ বিশেষজ্ঞরা আবার অন্য আশঙ্কা করছেন। ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ এর প্রিন্সিপাল ডাক্তার জয়দেব রায় জানান, অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা যাচ্ছে, ডায়েথাইলিন গ্লাইকল ও ইথাইলিন গ্লাইকলের যে নমুনা ওই কাফ সিরাপে পাওয়া গিয়েছে, দুটিতেই কিডনি ড্যামেজ হয়। ব্যাপক ভাবে ড্যামেজ করে। 

পশ্চিমবঙ্গেও নিষিদ্ধ Coldrif  কাফ সিরাপপশ্চিমবঙ্গেও নিষিদ্ধ Coldrif কাফ সিরাপ
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 10 Oct 2025,
  • अपडेटेड 9:55 AM IST
  • কাফ সিরাপগুলি আদৌ নিরাপদ তো?
  • শিশুরোগ বিশেষজ্ঞরা আবার অন্য আশঙ্কা করছেন
  • ইন্টারনেটে ওষুধ কেনার প্রবণতায় বিপদ

পশ্চিমবঙ্গেও নিষিদ্ধ করা হল বিষাক্ত Coldrif কাফ সিরাপ। মধ্যপ্রদেশে এই কাফ সিরাপের জেরেই প্রচুর শিশুর মৃত্যু হয়েছে। একের পর এক রাজ্যে কোল্ডরিফ নামক কাফ সিরাপ নিষিদ্ধ করা হচ্ছে। এবার পশ্চিমবঙ্গেও বেঙ্গল কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস অ্যাসোসিয়েশন (BCDA) জানিয়ে দিল, Coldrif কাফ সিরাপ খুচরো ও পাইকারি, কোনও বাজারেই বিক্রি করা যাবে না। সম্পূর্ণ নিষিদ্ধ। এই নির্দেশ অবিলম্বেই লাগু।

BCDA সচিব পৃথ্বী বসুর কথায়, 'মধ্যপ্রদেশে ওই কাফ সিরাপের যে ব্যাচ খেয়ে একাধিক মৃত্যু হয়েছে, সেই ব্যাচের সিরাপ পশ্চিমবঙ্গে ঢোকেনি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা সব ওষুধ বিক্রেতা ও ব্যবসায়ীকে জানিয়েছি, এই কাফ সিরাপ ব্যবহার করা যাবে না।' বাংলার সব ওষুধ বিক্রেতার সঙ্গে ১১ অক্টোবর মিটিং হবে। সেই মিটিংয়ে অ্যাডভাইজারি আনুষ্ঠানিক ভাবে সবাইকে জানিয়ে দেবে BCDA। 

কাফ সিরাপগুলি আদৌ নিরাপদ তো?

কিন্তু এই পদক্ষেপে অনেকের মনেই আশঙ্কা জাগছে, Coldrif কাফ সিরাপটি বিষাক্ত, তা তো প্রমাণিত, কিন্তু বাজারে বাকি যে সব কাফ সিরাপগুলি বিক্রি চলছে, সেগুলি আদৌ নিরাপদ তো? ইতিমধ্যেই Coldrif কাফ সিরাপের নির্মাতা সংস্থার মালিককে গ্রেফতার করা হয়েছে। Coldrif কাফ সিরাপে বিষাক্ত রাসায়নিক পাওয়া গিয়েছে। রিপোর্টে দেখা গিয়েছে, প্রোপাইলিন গ্লাইকল, গ্লিসারিন ও সরবিটলের মতো রাসায়নিক পাওয়া গিয়েছে। 

কোল্ডরিফ কাফ সিরাপ খেয়ে মৃত্যু হয়েছে নাতির, ছবি দেখাচ্ছেন মধ্যপ্রদেশের এক বৃদ্ধা - PTI

শিশুরোগ বিশেষজ্ঞরা আবার অন্য আশঙ্কা করছেন

পশ্চিমবঙ্গ রাজ্য ওষুধ নিয়ন্ত্রণ পর্ষদ নির্দেশ দিয়েছে, এই সমস্ত উপাদান শুধুমাত্র অনুমোদিত সরবরাহকারীর কাছ থেকেই সংগ্রহ করতে হবে এবং স্বীকৃত পরীক্ষাগারে পরীক্ষা করাতে হবে। পরীক্ষার রিপোর্ট পরবর্তীতে পর্ষদের লাইসেন্সিং কর্তৃপক্ষের কাছে জমা দিতে হবে। কিন্তু শিশুরোগ বিশেষজ্ঞরা আবার অন্য আশঙ্কা করছেন। ইনস্টিটিউট অফ চাইল্ড হেল্থ এর প্রিন্সিপাল ডাক্তার জয়দেব রায় জানান, অভ্যন্তরীণ পরীক্ষায় দেখা যাচ্ছে, ডায়েথাইলিন গ্লাইকল ও ইথাইলিন গ্লাইকলের যে নমুনা ওই কাফ সিরাপে পাওয়া গিয়েছে, দুটিতেই কিডনি ড্যামেজ হয়। ব্যাপক ভাবে ড্যামেজ করে। 

Advertisement

ইন্টারনেটে ওষুধ কেনার প্রবণতায় বিপদ

জয়দেব রায়ের কথায়, 'এরকম তো এই প্রথমবার হল না। অতীতেও হয়েছে। কড়া ভিজিল্যান্স দরকার।' তাঁর বক্তব্য, 'শিশুরা প্রায়ই কফ পাতলা হলেও তা বের করে ফেলতে পারে না। চিকিৎসকের পরামর্শ ছাড়া এই ধরনের ওষুধ খাওয়ানো বিপজ্জনক হতে পারে। ইন্টারনেটে খুঁজে নিজের মতো করে ওষুধ কেনার প্রবণতা অত্যন্ত উদ্বেগজনক।'

Coldrif কাফ সিরাপ খেয়ে মধ্যপ্রদেশে ২০ জনের বেশি শিশুর মৃত্যু হয়েছে। পঞ্জাব, হরিয়ানা, রাজস্থানেও একই ওষুধ খেয়ে বেশ কয়েক জন শিশুর অসুস্থ হয়ে পড়ার খবর এসেছে। ইতিমধ্যেই তেলঙ্গানা সহ একের পর এক রাজ্যে নিষিদ্ধ করা হয়েছে এই কাফ সিরাপ। এবার পশ্চিমবঙ্গেও নিষিদ্ধ করা হল।

Read more!
Advertisement
Advertisement