Advertisement

Adhir Chowdhury on Murshidabad: 'মুর্শিদাবাদ যেন আফগানিস্তান...,' নিজের জেলা নিয়ে আক্ষেপ অধীরের

মুর্শিদাবাদ হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। নিজের গড়ে অশান্তিতে আক্ষেপ বর্ষীয়ান কংগ্রেস নেতার। অধীর বলেন, সারা দেশজুড়ে যেভাবে মুর্শিদাবাদকে তুলে ধরা হচ্ছে, তা দেখে মনে হচ্ছে আফগানিস্তান! 

কংগ্রেস নেতা অধীর চৌধুরীকংগ্রেস নেতা অধীর চৌধুরী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Apr 2025,
  • अपडेटेड 5:46 PM IST

মুর্শিদাবাদ হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ কংগ্রেস নেতা অধীর চৌধুরীর। নিজের গড়ে অশান্তিতে আক্ষেপ বর্ষীয়ান কংগ্রেস নেতার। অধীর বলেন, সারা দেশজুড়ে যেভাবে মুর্শিদাবাদকে তুলে ধরা হচ্ছে, তা দেখে মনে হচ্ছে আফগানিস্তান! 

ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে উত্তেজনার আগুন জ্বলে উঠেছিল মুর্শিদাবাদ জেলায়। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন অধীর। বলেন, "এই ধরনের বিভাজনের রাজনীতিতে কার লাভ হয়? একদিকে বিজেপি আরেকদিকে তৃণমূলের লাভ হয়। সহজ সরল অঙ্ক। ক্ষতিটা কার হয়? ধর্মনিরপেক্ষ উদারপন্থী দলগুলির, যার ফল কংগ্রেস। সমাজে হিংসা ছড়িয়ে পড়ছে। আগামী দিনে মুর্শিদাবাদের লোক শুনলে হয়তো কাজে নেবে না। তাদের প্রতি অবিশ্বাস তৈরি হবে। সারা দেশজুড়ে মুর্শিদাবাদ। যেন আফগানিস্তান হয়ে গেছে। মুখ্যমন্ত্রী আপনি আসুন মুর্শিদাবাদে আসুন। পদ্মার ধারে বসে কবিতাটা লিখবেন। আপনার প্রতিনিধি তো হাথরস যায়, মণিপুর যায়। এখন কেন আসছেন না?..."

আরও বলেন, 'সেই সময় অনেকে বলেছিলেন, প্রণববাবু জিততে পারবেন না। তবে তা মিথ্য়ে প্রমাণিত হয়েছিল। অথচ আজ মুর্শিদাবাদ সাম্প্রদায়িকতার বিষে আক্রান্ত।'

মুখ্যমন্ত্রীর প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অধীর বলেন, তাঁর উচিত পীড়িতদের বাড়িতে গিয়ে অন্তত তাঁর খবর নেওয়া উচিত। 

Read more!
Advertisement
Advertisement