Advertisement

Adhir on INDIA Leadership: INDIA জোটের নেত্রী মমতা? অধীরের কটাক্ষ, 'জোটের হয়ে কখনও প্রচারই করেননি'

বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'য় তিনি চাইলেই নেতৃত্ব দিতে পারেন বলে কার্যত কংগ্রেস নেতৃত্বকে চাপে ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ার নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে সম্প্রতি তৃণমূল সুপ্রিমোর এক মন্তব্য ঘিরে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি। বিশেষ করে বিরোধী জোট শিবিরে এই নিয়ে হইচই শুরু হয়েছে রীতিমতো। এই নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। রাজনীতির ময়দানে তৃণমূলের অবস্থান কোথায়, তা কার্যত স্মরণ করিয়ে দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। 

মমতা বন্দ্যোপাধ্যায় ও অধীর চৌধুরী (বাঁ দিক থেকে)।মমতা বন্দ্যোপাধ্যায় ও অধীর চৌধুরী (বাঁ দিক থেকে)।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Dec 2024,
  • अपडेटेड 2:10 PM IST
  • ন্ডিয়ার নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে সম্প্রতি তৃণমূল সুপ্রিমোর এক মন্তব্য ঘিরে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি।
  • বিশেষ করে বিরোধী জোট শিবিরে এই নিয়ে হইচই শুরু হয়েছে রীতিমতো।
  • এই নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'য় তিনি চাইলেই নেতৃত্ব দিতে পারেন বলে কার্যত কংগ্রেস নেতৃত্বকে চাপে ফেলে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়ার নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে সম্প্রতি তৃণমূল সুপ্রিমোর এক মন্তব্য ঘিরে সরগরম হয়েছে জাতীয় রাজনীতি। বিশেষ করে বিরোধী জোট শিবিরে এই নিয়ে হইচ শুরু হয়েছে রীতিমতো। এই নিয়ে এবার মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। রাজনীতির ময়দানে তৃণমূলের অবস্থান কোথায়, তা কার্যত স্মরণ করিয়ে দিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। 

এই প্রসঙ্গে অধীর বলেছেন, 'যে দিন থেকে আদানির বিরুদ্ধে সরব হয়েছেন রাহুল, সেদিন থেকে জোট ইন্ডিয়ার নতুন আচরণ দেখতে পাচ্ছি আমরা। ইন্ডিয়া জোটের বর্তমান নেতা এখন খাড়গে। যাঁরা রাহুলকে নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁদের দেখা উচিত, ওঁর নিজের রাজ্যে কী করেছেন। ইন্ডিয়া জোটের হয়ে কখনও প্রচার করেননি মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল বাংলাতেই সীমাবদ্ধ।'

প্রসঙ্গত, সংসদের শীতকালীন অধিবেশনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের দফতরে বিরোধীদের বৈঠকে যায়নি তৃণমূল। এমনকি, আদানি ঘুষকাণ্ড নিয়ে সংসদের ভিতর ও বাইরে কংগ্রেসের বিক্ষোভেও যোগ দেয়নি বাংলার শাসকদল

সম্প্রতি, মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের ভরাডুবি ও পশ্চিমবঙ্গে ৬টি উপনির্বাচনে তৃণমূলের সাফল্যের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের কয়েক জন নেতা দাবি তোলেন যে, মমতার হাতেই ইন্ডিয়ার নেতৃত্ব তুলে দেওয়া উচিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইন্ডিয়া সম্পর্কে মমতা বলেন, 'আমি তো ইন্ডিয়া জোট তৈরি করে দিয়েছিলাম।' তাঁর আরও সংযোজন, 'আমি তো সামনে থেকে নেতৃত্ব দিচ্ছি না। যাঁরা নেতৃত্বে, তাঁদের দেখা উচিত।' এরপরেই নেতৃত্ব দেওয়া প্রসঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, 'আমি দায়িত্ব পেলে এটুকু বলতে পারি...যদিও আমি তা চাই না...কিন্তু এটুকু আমি মনে করি, এখানে বসেও আমি এটা চালিয়ে দিতে পারি।'
 

Read more!
Advertisement
Advertisement