Advertisement

Ration Scam:'দুয়ারে রেশনের নামে দুয়ারে চুরি,' রেশন-দুর্নীতি নিয়ে মমতা সরকারকে নিশানা অধীরের

রাজ্যে একের পর এক দুর্নীতি মামলা সামনে আসছে, আর ক্রমেই সুর চড়াচ্ছে বিরোধী শিবির। গত শনিবার সকালে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী বাকিবুর রহমানকে। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একের পর এক চমকপ্রদ তথ্য পাওয়া যাচ্ছে বলে দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর এর মাঝেই রেশন দুর্নীতিতে রাজ্য সরকার জড়িত বলে গুরুতর অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

 দুর্নীতি নিয়ে রাজ্যকে নিশানা অধীরের দুর্নীতি নিয়ে রাজ্যকে নিশানা অধীরের
Aajtak Bangla
  • বহরমপুর,
  • 16 Oct 2023,
  • अपडेटेड 4:22 PM IST

রাজ্যে একের পর এক দুর্নীতি মামলা সামনে আসছে, আর ক্রমেই সুর চড়াচ্ছে বিরোধী শিবির। গত শনিবার সকালে রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ী বাকিবুর রহমানকে। তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একের পর এক চমকপ্রদ তথ্য পাওয়া যাচ্ছে বলে দাবি করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। আর এর মাঝেই রেশন দুর্নীতিতে রাজ্য সরকার জড়িত বলে গুরুতর অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। 

অধীর চৌধুরী সাংবাদিক সম্মেলনে বলেন, দুয়ারে দুয়ারে রেশন না দুয়ারে চুরি। দুয়ারে দুয়ারে রেশনের নামে ভাষণ দেওয়া হয়েছে। দুয়ারে রেশনের নামে বাংলার কটা যুবক কাজের সুযোগ পেয়েছে বলুন? কোন মানুষ বলেনি যে আমি রেশনের দোকানে যাব না। দুয়ারের রেশনের নামে আরেকটা ঘাপলা হয়েছে। খাদ্যমন্ত্রী বিষয়টি জানেন বলেও দাবি করেন তিনি। 

অধীর যোগ করেন, রেশন দুর্নীতির তদন্ত হবে কিনা জানি না, এ ভয়ংকর দুর্নীতি বলে আমি মনে করি। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, মিড ডে মিলে শিশুদের জন্য যে প্রাপ্য সেটা দেওয়া হয়নি। প্রদেশ সভাপতি আরও বলেন, যেকোনো গ্রামে যান কভিডের সময় মিড ডে মিলে বাচ্চাদের খাওয়ার দেওয়া হয়েছে কিনা খোঁজ নিন, প্রমাণ পেয়ে যাবেন। এত বড় নিষ্ঠুর দুর্নীতি হয় না , শিশুদের খাবার নিয়ে যারা নিজেদের উদরপূর্তি করে আর শিশুকে ক্ষুধার্ত রাখে তারা হচ্ছে পাপী। কী ধরনের সরকারি রাজনৈতিক দলের পাপীদের পাপ সারা বাংলায় আচ্ছন্ন হয়ে আছে।

পাশাপাশি কেন্দ্র-রাজ্য সমঝোতা নিয়েও এদিন সুর চড়ান অধীর চৌধুরী। কংগ্রেস সাংসদ অভিযোগ করেন, কেন্দ্রের সঙ্গে একটা কৃত্রিম মারামারি দেখানো হয়। পাশাপাশি রেশন দুর্নীতির মত ঘটনা মুখ্যমন্ত্রী-সহ প্রশাসন জানে বলেও অভিযোগ করেন কংগ্রেস নেতা। 


 

Read more!
Advertisement
Advertisement