
সারা রাজ্যে দিনভর ঘটে চলেছে বহু ঘটনা। কোথাও কোথাও এমন কিছু ঘটনা ঘটে যায় যা ব্যাপকভাবে চর্চার বিষয় বস্তু হয়ে ওঠে। এবার তেমনই একটি ঘটনা ঘটল কোচবিহারের। পঞ্চায়েত সচিবের বদলির আদেশকে ঘিরে তুলকালাম গোসানিমারিতে। সচিবের বদলি আটকাতে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা দিল তৃণমূল। ফলে শুক্রবার সারাদিন বন্ধ রইল গোসানিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েত। বদলির আদেশ বাতিল না হওয়া অবদি আন্দোলন চলবে বলে জানিয়েছে তৃণমূল।
জানা গিয়েছে, শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি গোসানিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মানিক রায়। বর্তমানে গ্রাম পঞ্চায়েতের কাজকর্ম সামলাচ্ছেন সচিব কৃষ্ণা রায়। এসআইআর-এর সময় প্রচুর মানুষ নানা রকম নথির জন্য প্রতিদিনই গ্রাম পঞ্চায়েতে আসছেন। অন্যদিকে বাংলা আবাস যোজনার কাজও চলছে। জব কার্ড-সহ বিভিন্ন রকম সরকারি কাজের ব্যস্ততাও রয়েছে। এই পরিস্থিতিতে বদলির আদেশ এসেছে গ্রাম পঞ্চায়েত সচিবের। আর তাই সচিবের বদলির রুখতে গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝোলাল তৃণমূল কংগ্রেস।
তৃণমূল কংগ্রেসের গোসানিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাখাল রায়-সহ পঞ্চায়েত সদস্যদের দাবি, সচিবের বদলির আদেশ বাতিল করতে হবে। নয়তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে এই গ্রাম পঞ্চায়েত। যার ফলে শুক্রবার সারাদিন বন্ধ থাকে গ্রাম পঞ্চায়েত অফিস। যতক্ষণ পর্যন্ত বদলির আদেশ বাতিল হবে না ততক্ষণ অবধি এই আন্দোলন চলবে বলে জানাচ্ছেন তৃণমূল নেতারা। এদিকে পঞ্চায়েত অফিসে তালা ঝোলায় তাঁদের প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা গেল না বলে জানান স্থানীয় বাসিন্দারা।