রাজ্যের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে নতুন নির্দেশিকা রাজ্য সরকারের। আগামী কাল ভোর থেকে ৩০ মে পর্যন্ত এই নতুন নির্দেশিকা কার্যকর থাকবে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নির্দেশিকার কথা জানান রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।
তিনি জানান, জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত অফিস ছাড়া বাকি সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখা হবে। তাঁর কথায়, 'করোনা পরিস্থিতিতে রাজ্যের সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে আগামী ১৫ দিন। তবে যে অফিসগুলি জরুরি পরিষেবা দেয় সেগুলি খোলা থাকবে। সকাল ৭টা থেকে ১০ টা পর্যন্ত খোলা থাকবে দোকান। রবিবার ভোর ৬টা থেকে ৩০ মে সন্ধে ৬টা পর্যন্ত সব স্কুল, কলেজ, পলিটেকনিক, আইটিআই, অঙ্গনওয়াড়ি বন্ধ থাকবে।'
আরও পড়ুন : করোনায় প্রয়াত মুখ্যমন্ত্রীর ভাই অসীম বন্দ্যোপাধ্যায়
রাজ্য সরকারের আরও নির্দেশিকা, স্পা, জিম, সুইমিং পুল আগামী ১৫ দিন বন্ধ থাকবে। তবে মিষ্টির দোকান সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধ, চশমার দোকান খোলা থাকবে। উদ্যান, চিড়িয়াখানা বন্ধ থাকবে। সংস্কারের কাজ কার যাবে।
রাজ্যের সমস্ত বাস, ট্রেন ও মেট্রো পরিষেবা বন্ধ থাকার ঘোষণাও করা হয় আজ। আলাপনবাবু জানান, 'লোকাল ট্রেন, মেট্রো, বাস পরিষেবা সব বন্ধ থাকবে। প্রাইভেট গাড়ি, অটোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্ধ থাকবে লঞ্চ ও ফেরি পরিষেবা। তবে হাসপাতাল, নার্সিংহোম, এয়ারপোর্ট-সহ বিভিন্ন জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহন চলাচল করবে।'
সরকারের আরও নির্দেশিকা, ৫০ শতাংশ শ্রমিক নিয়ে চা বাগান খোলা রাখা যাবে। জুট মিলগুলি ৩০ শতাংশ শ্রমিক নিয়ে কাজ করতে পারবে। ব্যাঙ্ক ১০টা থেকে ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে। এটিএম চালু থাকবে। পেট্রোল পাম্প, অটো রিপেয়ার শপ খোলা থাকবে।
প্রসঙ্গত, রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। গতকাল রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৪৬ জন। মহারাষ্ট্র ও দিল্লিতে সংক্রমণ কমলেও এরাজ্যে ,কমার নাম নেই। এর আগে সংক্রমণ কমাতে বিভিন্ন রাজ্য লকডাউন ঘোষণা করেছিল। তবে তখন সে পথে হাঁটে নি মমতার সরকার। এখন লাগামহীন সংক্রমণ দেখে কার্যত লকডাউন ঘোষণা করল রাজ্য।