গত মঙ্গলবার রাজ্যে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ২৬৫৯ জন। ২৪ ঘণ্টার মধ্যে সেই সংখ্যা আরও বাড়ল। প্রায় তিন হাজারের ঘরে পৌঁছে গেল দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৭৯। মারণ ভাইরাস বুধবার প্রাণ কেড়েছে ৪ জনের। গতকাল সংখ্যাটা ছিল ৫। বিগত কয়েকমাসে গতকালই প্রথম রাজ্যে একদিনে করোনায় মৃত্যু হয়েছিল ৫ জনের। এই পরিসংখ্যান নিঃসন্দেহে দুশ্চিন্তার।
রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, দৈনিক পজিটিভিটি রেট ১৮.৫৯ শতাংশ। মঙ্গলবার জেলাভিত্তিক সংক্রমণে একনম্বরে ছিল কলকাতা। এদিন তিলোত্তমাকে টপকে গেল প্রতিবেশী উত্তর ২৪ পরগনা জেলা। এই জেলায় গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৬৬১ জন। কলকাতায় আক্রান্তের সংখ্যা ৬৫৫। তিন নম্বর স্থানে দক্ষিণ চব্বিশ পরগনাকে পেছনে ফেলে উঠে এসেছে বীরভূম। এই জেলায় জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮১ জন । দু’শোর কাছাকাছি সংক্রমণের তালিকায় রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও হুগলি জেলাও। পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, পূর্ব মেদিনীপুরস মালদহে সংক্রমণ একশোর গণ্ডি পেরিয়ে গিয়েছে। একশোর গণ্ডি ছুঁইছুঁই করছে জলপাইগুড়ির। বর্তমানে সংক্রমণের নিরিখে জেলাওয়াড়ি তালিকায় একেবারে নিচে জায়গা করে নিয়েছে ঝাড়গ্রাম এবং কালিম্পং। ওই দুই জেলায় ভাইরাসের দাপট সবচেয়ে কম।
এদিকে বাংলার মত এদিন দেশেও বেড়েছে দৈনিক করোনা আক্রান্ত ৷ গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৯০৬ জন ৷ আগের দিন যে সংখ্যাটা ছিল ১৩ হাজার ৬১৫ জন ৷ বুধবার স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিন অনুযায়ী দৈনিক সংক্রমণের হার ৩.৬৮ শতাংশ, যা আগের দিন ছিল ৩.২৩ শতাংশ ৷ সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে ১ লক্ষ ৩২ হাজার ৪৫৭, যা মোট সংক্রমণের ০.৩০ শতাংশ ৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৫ জনের, আগের দিন করোনা সংক্রামিত হয়ে ২০ জন মারা গিয়েছিলেন ৷ এখনও পর্যন্ত দেশে করোনা প্রাণ কেড়েছে ৫ লক্ষ ২৫ হাজার ৫১৯ জনের ৷