Advertisement

CPI Dharmatala Meet: 'বিরিয়ানি না খাওয়ালে সমাবেশে যাব না,' বায়না বাম সমর্থকদের, ফাঁপড়ে নেতৃত্ব

৫ ফেব্রুয়ারি ধর্মতলায় সিপিআই-এর সমাবেশ। কিন্তু দলের ১০০ বছর পূর্তিতে লোক আনতে হিমসিম খাচ্ছেন নেতারা। 'যাতায়াত খরচ ও খাবার না দিলে যেতে পারব না,' বলছেন সমর্থকদের একাংশ। একসময় তৃণমূলের সভাকে 'ডিম্ভাত' বলে তাচ্ছিল্য করলেও, এখন তাঁরাই বিরিয়ানি চাইছেন লাঞ্চে।

সভায় আসতে বিরিয়ানি চাইছেন কর্মী-সমর্থকদের একাংশ।সভায় আসতে বিরিয়ানি চাইছেন কর্মী-সমর্থকদের একাংশ।
স্বপন কুমার মুখার্জি
  • কলকাতা,
  • 04 Feb 2025,
  • अपडेटेड 5:35 PM IST

৫ ফেব্রুয়ারি ধর্মতলায় সিপিআই-এর সমাবেশ। কিন্তু দলের ১০০ বছর পূর্তিতে লোক আনতে হিমসিম খাচ্ছেন নেতারা। 'যাতায়াত খরচ ও খাবার না দিলে যেতে পারব না,' বলছেন সমর্থকদের একাংশ। একসময় তৃণমূলের সভাকে 'ডিম্ভাত' বলে তাচ্ছিল্য করলেও, এখন তাঁরাই বিরিয়ানি চাইছেন লাঞ্চে। ২০২৪-এর ডিসেম্বরেই একশো বছরে পা দিয়েছে বামফ্রন্টের অন্যতম শরিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া বা CPI ।

সমর্থকদের সোজা দাবি: খাবার ও যাতায়াতের খরচ চাই
আগামী ৫ ফেব্রুয়ারির ধর্মতলা সমাবেশে দলের সাধারণ সম্পাদক ডি রাজাসহ কেন্দ্রীয় নেতৃত্ব থাকবেন। কিন্তু জেলা থেকে কর্মী-সমর্থকদের আনতে গিয়েই বেজায় চাপে দলীয় নেতারা। সমর্থকদের সাফ বক্তব্য, 'যেখানে অন্য দল সভায় এলে গাড়ি ভাড়া ও বিরিয়ানি দেয়, সেখানে সিপিআই কেন দেবে না?' তাঁদের দাবি, ব্যক্তিগত খরচে সভায় যোগ দেওয়া সম্ভব নয়।

সিপিআই-এর আর্থিক টানাপোড়েন...
দলের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, 'দলের আর্থিক অবস্থা ভালো নয়। ফলে কর্মীদের গাড়ি ভাড়া ও খাবারের খরচ বহন করা সম্ভব নয়।' আর তার ফলে, ১০০ বছর পূর্তির সমাবেশে জনসমাগম ঠিক কতটা হবে, তাই নিয়ে উদ্বেগ বাড়ছে দলের উপরমহলে।

একসময় ডিম্ভাত-বিরিয়ানি দেওয়ায় কটাক্ষ
প্রসঙ্গত, একসময় তৃণমূলের সমর্থকদের 'সভায় আনতে খাবার দেওয়া হচ্ছে' বলে কটাক্ষ করত বামেরা। এবার সেই খাবারেরই দাবিই তুলছেন সিপিআই-এর কর্মীরা। তাঁদের দাবি, জেলা, গ্রাম থেকে গাড়ি ভাড়া করে, নিজেরা খাবারের ব্যবস্থা করে যাওয়া সম্ভব নয়। 

৫ ফেব্রুয়ারির সমাবেশ ঘিরে সিপিআই-এর অস্বস্তি এখন বেশ স্পষ্ট। সমর্থকদের দাবি মেটাতে দল কোনও পদক্ষেপ নেয় কিনা, এখন সেটাই দেখার।

Read more!
Advertisement
Advertisement