Advertisement

Mamata-Modi Meeting: 'ক'টা শাড়ি পেয়েছেন?' মোদী-মমতার বৈঠককে 'সেটিং' কটাক্ষ সেলিমের

লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে আবার 'মোদী-মমতার সেটিং' তত্ত্ব প্রকাশ্যে আনলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বুধবার সাংবাদিক বৈঠকে মমতা-মোদীর বৈঠককে 'নাটক' বলে কটাক্ষ করেছেন সেলিম।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Dec 2023,
  • अपडेटेड 7:02 PM IST
  • মোদী-মমতার বৈঠককে নাটক বলে কটাক্ষ সেলিমের।
  • প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী 'রাজনৈতিক বৈঠক' করেছেন বলেও সরব হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক। 
  • বুধবার দিল্লিতে নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।

লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক ঘিরে আবার 'মোদী-মমতার সেটিং' তত্ত্ব প্রকাশ্যে আনলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বুধবার সাংবাদিক বৈঠকে মমতা-মোদীর বৈঠককে 'নাটক' বলে কটাক্ষ করেছেন সেলিম। প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী 'রাজনৈতিক বৈঠক' করেছেন বলেও সরব হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক। 

ঠিক কী বলেছেন সেলিম?

এদিন সিপিএমের রাজ্য সম্পাদক বলেন, 'এই বৈঠক নতুন কী! আসলে উনি (মমতা) স্পষ্ট করেছেন যে, তৃণমূলের সাংসদেরা অপদার্থ। রাজ্যের মানুষের দাবি নিয়ে সংসদে সরব হতে পারেন না। অভিভাবক হিসাবে গিয়েছেন উনি।' 

মমতা-মোদীর বৈঠককে 'চোরি চোরি চুপকে চুপকে' বলেও কটাক্ষ করেছেন সেলিম। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'সিএএ-এনআরসি নিয়ে বিক্ষোভের সময় কলকাতায় গো ব্যাক মোদী নিয়ে রাস্তায় নেমেছিল। আবার রাজভবনে গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন উনি (মমতা)। উনি আসলে রাজনৈতিক বৈঠক করতে যান। প্রশাসনিক বৈঠকে যান না।' তাঁর আরও সংযোজন,  যে দফতরের বকেয়া নিয়ে বৈঠক, সেই দফতরের মন্ত্রীদের যাওয়া উচিত, সচিবদের থাকা উচিত। এখানকার (রাজ্য) সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী, সচিবকে রাখা উচিত। কত টাকা বকেয়া, তার শ্বেতপত্র প্রকাশ করতে হবে। বিজেপিকে বলেছি রাজ্যকে কোন খাতে টাকা দিয়েছে, আইনত কী ব্যবস্থা নিয়েছো?'

মঙ্গলবার বিজেপি বিরোধী জোট 'ইন্ডিয়া'র বৈঠক হয়েছে। তার পরের দিনই মোদীর সঙ্গে মমতার বৈঠকের বিষয়টি নিয়েও সরব হয়েছেন সেলিম। বলেছেন, 'আসলে গিয়েছেন, কারণ ১৯ তারিখের বৈঠকে ২০ তারিখ রিপোর্টিং করতে হয়। ক'টা পঞ্জাবি নিয়ে গিয়েছেন? ক'টা শাড়ি পেয়েছেন?বাইরে দাঁড়িয়ে বলছেন লড়কে লেঙ্গে। ভিতরে লাডলি বহেনা হওয়ার চেষ্টা করছেন। নাটক!'

এই প্রসঙ্গে সেলিম আরও বলেছেন, 'যে সময় লড়াই চলছে বিরোধীদের। সেই সময় বৈঠক করলেন...কী ভাবে বিরোধী ঐক্য ভেস্তে দিতে হয় ওঁর কাছ থেকে শিখতে হবে।'

Advertisement

বুধবার দিল্লিতে নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। সকাল ১১টায় শুরু হয় বৈঠক। মমতার সঙ্গে ছিলেন অভিষেক। বৈঠক শেষে  মমতা বলেন, '৯ জন সাংসদকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। রাজ্যের বকেয়া মেটানোর আর্জি জানিয়েছি প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী বলেছেন, কেন্দ্র এবং রাজ্যের আধিকারিকরা যৌথ বৈঠক করবেন।' মমতা এদিন বলেছেন, 'এখনও পর্যন্ত কিছু পাইনি। প্রধানমন্ত্রী মন দিয়ে আমাদের কথা শুনেছেন।' লোকসভা নির্বাচনের আগে মোদীর সঙ্গে মমতার এ হেন বৈঠক রাজনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ। আর এই বৈঠককে ঘিরে আবার সেটিং-তত্ত্ব নিয়ে সরব হল সিপিএম। 
 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement