Advertisement

'টুম্পা সোনা' শেয়ার করলেন সূর্যকান্ত! ভাইরাল গানে বামেদের বেনজির প্রচার

নিজেদের প্রচার কৌশল যথাসম্ভব সময়োপযোগী করে তোলার জন্য এবার 'আইটেম'-এর শরণাপন্ন বামেরা। ফেব্রুয়ারি মাসে ২৮ তারিখ বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। একুশের নির্বাচনের আগে তাই চমক দিতে চায় এই জোট। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই প্যারোডিটি। অনেকের দাবি, সময়ের দাবি মেনে সহজ ভাষায় মানুষের দাবি তুলে ধরার জন্য এমন প্যারোডি গান তৈরি করলে কোনও ক্ষতি নেই। 

 ‘টুম্পা সোনা’ গান তুলে ধরে ব্রিগেডের প্রচার চালাচ্ছেন সিপিআইএম নেতৃত্বরাই। ‘টুম্পা সোনা’ গান তুলে ধরে ব্রিগেডের প্রচার চালাচ্ছেন সিপিআইএম নেতৃত্বরাই।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Feb 2021,
  • अपडेटेड 10:16 PM IST
  • বাংলায় বিধানসভা নির্বাচনের আগে সনাতনী 'ইনকিলাব জিন্দাবাদ' ছেড়ে এবার 'টুম্পা সোনা
  • জনপ্রিয় গানের প্যারোডি শেয়ার করলেন বর্ষীয়ান বাম নেতা তথা  সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র
  • সোশ্যাল মিডিয়ায় ‘টুম্পা সোনা’ গান তুলে ধরে ব্রিগেডের প্রচার চালাচ্ছেন সিপিআইএম নেতৃত্বরাই

টুম্পা সোনার মতো চটুল অথচ জনপ্রিয় গানের প্যারোডি শেয়ার করলেন বর্ষীয়ান বাম নেতা তথা  সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। বাংলায় বিধানসভা নির্বাচনের আগে সনাতনী 'ইনকিলাব জিন্দাবাদ' ছেড়ে এবার 'টুম্পা সোনা'য় মজল বামেরা। সোশ্যাল মিডিয়ায় ‘টুম্পা সোনা’ গান তুলে ধরে ব্রিগেডের প্রচার চালাচ্ছেন সিপিআইএম নেতৃত্বরাই। 

নিজেদের প্রচার কৌশল যথাসম্ভব সময়োপযোগী করে তোলার জন্য এবার 'আইটেম'-এর শরণাপন্ন বামেরা। ফেব্রুয়ারি মাসে ২৮ তারিখ বাম-কংগ্রেসের ব্রিগেড সমাবেশ। একুশের নির্বাচনের আগে তাই চমক দিতে চায় এই জোট। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এই প্যারোডিটি। অনেকের দাবি, সময়ের দাবি মেনে সহজ ভাষায় মানুষের দাবি তুলে ধরার জন্য এমন প্যারোডি গান তৈরি করলে কোনও ক্ষতি নেই। 

তবে একাংশের মত 'টুম্পা সোনার' মতো গানকে প্রচারের হাতিয়ার করা বামেদের সংস্কৃতির সঙ্গে খাপ খায় না। সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র নিজের ফেসবুক পেজে বামেদের ব্রিগেডের সমর্থনে তৈরি টুম্পা সোনা গানের প্যারোডি শেয়ার করে অবশ্য বুঝিয়ে দিলেন, টুম্পা সোনা গানের এই প্যারোডিতে পূর্ণ সমর্থন রয়েছে সিপিএম নেতৃত্বেরও৷

আরও পড়ুন

সূর্যকান্ত মিশ্রের এই পোস্টে জবাব দিতে গিয়ে একজন লিখেছেন, 'প‍্যারোডি হিসেবে গানটা চলতে পারে।কিন্তু সূর্যবাবুর ছবি সহ কমউনিস্ট পার্টির সঙ্গে  এ গান জড়াবেন না।গত বেশ কয়েক বছর মানুষের রুচি একেবারে নিম্নগামী। আর না হয় নাই হল।'

Read more!
Advertisement
Advertisement