সাইক্লোন মোকার (Cyclone Mocha) আগমনী বার্তার মধ্যেই গ্রীষ্মের দাবদাহে পুড়ছে বাংলা। উত্তর ভারতজুড়েও লাফিয়ে চড়ছে পারদ। দিল্লির মৌসম ভবন (IMD)-র পূর্বাভাস বলছে, আগামী দু তিন দিনেই হয়তো দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানাচ্ছে, আজই গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে ঘূর্ণিঝড় মোকা। কিন্তু তাপপ্রবাহ থেকে এখনই মুক্তি নেই দক্ষিণবঙ্গের। বৃহস্পতিবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই।
কোথায় কোথায় দুর্যোগের সম্ভাবনা
IMD-র পূর্বাভাস, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে মোকা। এর জেরে ৪৫ থেকে ৬৫ কিমি প্রতিঘণ্টায় ঝোড়ো হাওয়ায় দুর্যোগ চলবে। আগামী ১২ ঘণ্টায় সাইক্লোন মোকা শক্তি বাড়িয়ে সর্বোচ্চ ১০০ কিমি প্রতি ঘণ্টায় আছড়ে পড়ার সম্ভাবনা মায়ানমার ও বাংলাদেশ উপকূলে। সে ক্ষেত্রে ১৪ মে নাগাদ মায়ানমার ও বাংলাদেশ উপকূলে ব্যাপক দুর্যোগের সম্ভাবনা প্রবল।
ঘূর্ণিঝড়ের প্রমাদ গুনছে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণ আন্দামান সাগরে গভীর নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির সতর্কতা।
মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
ঘূর্ণিঝড় মোকার সতর্কতায় বৃহস্পতিবার বিকেলের মধ্যে মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গের উপকূলে ফিরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে। IMD-র তরফে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের ভয় না পেয়ে সতর্কতামূলক পদক্ষেপ করার পরামর্শ দেওয়া হয়েছে।
কীভাবে নামকরণ সাইক্লোনের?
সাইক্লোন মোকার (Mocha) নাম দিয়েছে ইয়েমেন। লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনে ৫০০ বছরের বেশি প্রাচীন এক কফির নামে এই ঝড়ের নাম রাখা হয়েছে।
বাংলায় উল্টো প্রভাব মোকার
বাংলায় ঘূর্ণিঝড় মোকা-র উল্টো প্রভাব পড়েছে। ঝড়-বৃষ্টি দূর, দক্ষিণবঙ্গজুড়ে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। আজ অর্থাত্ বুধবার পূর্ব মেদিনীপুর ও কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুরেও তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। শুক্র-শনিবারে উপকূলবর্তী দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার বৃষ্টি বাড়বে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।