Advertisement

Cyclone Remal Helpline: রিমাল-এর জেরে বিপদে? নোট করুন নবান্ন-বিদ্যুৎ দফতর-সহ সব হেল্পলাইন নম্বর

ঘূর্ণিঝড় রিমেলের জন্য নবান্নে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। ২৪ ঘণ্টা চালু থাকছে কন্ট্রোল রুম। নবান্নর কন্ট্রোল রুম নম্বর - 033-2317985 / 033-231 7982 । ঝড়-বৃষ্টির জন্য কলকাতা শহরের বাসিন্দাদের হেল্পলাইন নম্বর হল – 9432610428 / 94326 10429। 

ঘূর্ণিঝড়ের জন্য হেল্পলাইন চালু। প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 May 2024,
  • अपडेटेड 2:38 PM IST
  • দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন।
  • আবহাওয়া দফতরের আপডেট ঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়ার আশঙ্কা দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, নদিয়া জেলায়।

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত প্রশাসন। আবহাওয়া দফতরের আপডেট ঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়ার আশঙ্কা দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, নদিয়া জেলায়। এই মুহূর্তে গভীর নিম্নচাপ অবস্থান করছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। শনিবার স্থলভাগের অনেকটা কাছাকাছি এগিয়ে এসেছে সেই নিম্নচাপ। ঘূর্ণিঝড় রিমেলের জন্য নবান্নে চালু করা হয়েছে কন্ট্রোল রুম। ২৪ ঘণ্টা চালু থাকছে কন্ট্রোল রুম। নবান্নর কন্ট্রোল রুম নম্বর - 033-2317985 / 033-231 7982 । ঝড়-বৃষ্টির জন্য কলকাতা শহরের বাসিন্দাদের হেল্পলাইন নম্বর হল – 9432610428 / 94326 10429। 

কলকাতা পুলিশও দুটি হেল্পলাইন নম্বর শেয়ার করেছে। নম্বর দুটি হল- ৯৪৩৬১০৪২৮ এবং ৯৪৩২৬ ১০৪২৯।
জানা গিয়েছে, ক্যানিং থেকে ৭০০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। শনিবারই সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে। রবিবার রাতে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। সমুদ্র উপকূলবর্তী এলাকায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনার হেল্পলাইন নম্বর - 18005325328।

ঘূর্ণিঝড় মোকাবিলায় উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের পক্ষ থেকে উপকূলবর্তী এলাকায় মাইক প্রচার শুরু হয়েছে। সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ ও হেমনগর উপকূল থানা এলাকার বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় মাইক প্রচার চলছে। বসিরহাট মহকুমা শাসকের দফতরে ২৪ ঘন্টার জন্য একটি হেল্পলাইন খোলা হয়েছে। পাশাপাশি সুন্দরবনের সব ক'টি ব্লক অফিসে আলাদা করে হেল্পলাইন ডেস্ক চালু করা আছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সন্দেশখালি হেমনগর ও হিঙ্গলগঞ্জে একাধিক রেসকিউ সেন্টার চালু করা হয়েছে। কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর - 9073940058, 9073936323 ও 9073940039।

বিদ্যুৎ বিপর্যয়ে যোগাযোগ
WBSEDCL জানিয়েছে, 8900793503 / 8900793504 নম্বরে যোগাযোগ করে বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগ বা জিজ্ঞাস্য থাকলে ফোন করা যাবে। এছাড়া 19121 নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানানো যাবে।

Advertisement

কলকাতায় আজ সন্ধেয় বৃষ্টিপাত এবং হাওয়ার গতিবেগ বৃদ্ধি পাবে।  হাওয়ার গতিবেগ যেতে পারে ৪৫-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ধীরে ধীরে বাড়বে বৃষ্টিপাত এবং হাওয়ার গতিবেগ। উপকূলবর্তী এলাকায় হাওয়ার গতিবেগ ৫০-৬০ বেড়ে ৭০ কিলোমিটার হবে । বাংলাদেশের মঙ্গলাতে ল্যান্ডফল হবে ঘূর্ণিঝড় রিমেলের।

উত্তর বঙ্গোপসাগরে তীব্র ঘূর্ণিঝড়ের অবস্থান। বাংলাদেশের মংলা থেকে সরাসরি ৩১০ কিলোমিটার দক্ষিনে অবস্থান তীব্র ঘূর্ণিঝড়ের। বাংলাদেশের খেপুপাড়া থেকে ২৬০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিকে। সাগরদ্বীপ থেকে ২৪০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিকে অবস্থান করছে ঘূর্ণিঝড়।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement