দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত শনিবার পরিণত হতে পারে নিম্নচাপে। ২৫ তারিখ অর্থাৎ আগামী সোমবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। যার কারণে আবহাওয়ার বড় বদল আসতে পারে। গভীর নিম্নচাপের শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না তা এখনও জানায়নি আলিপুর আবহাওয়া দফতর। তবে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে না বলেই মনে করা হচ্ছে। আর সেই কারণেই বাংলায় কোনও সতর্কবার্তা এখনও পর্যন্ত জারি করা হয়নি। ঘূর্ণিঝড় হলে তার প্রভাব পড়তে পারে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও শ্রীলঙ্কা উপকূলে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে সৌদি আরবের প্রস্তাবিত "ফেনজনল" নামকরণ করা হবে।
আগামী পাঁচ দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। নভেম্বরের মাঝামাঝি থেকেই রাজ্যের উত্তর থেকে দক্ষিণবঙ্গে শীতের আমেজ। তাপমাত্রার পারদ স্বাভাবিকের নীচে নেমেছে। কলকাতায় এখনও জাঁকিয়ে শীত পড়েনি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, নভেম্বরের বাকি দিনগুলিতেও শহরে জাঁকিয় ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। কয়েকদিন রাজ্যের দুই বঙ্গেই আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার কোনও বড় বদল হবে না। ধীরে ধীরে তাপমাত্রা কমবে। তাই শীতও বাড়বে ধীরে ধীরে। উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও রাতের সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ হেরফের হচ্ছে না। আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে। ইতমধ্যেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রির নীচে নেমে গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার খুব একটা হেরফের হবে না। অর্থাৎ শীত একইরকম থাকবে। কয়েকটি জেলায় কুয়াশার দাপট দেখা যাবে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনাতে সকালে এক বা দুই জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। এছাড়াও কুয়াশা পড়তে পারে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়।
উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামী পাঁচদিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও মালদায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। কলকাতা ও সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াস। যেখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৯ ডিগ্রি সেলসিয়াস।