Advertisement

DA West Bengal- Supreme Court : ডিএ নিয়ে আপডেট, আজই সুখবর পাবেন রাজ্য সরকারি কর্মীরা?

আজই ডিএ নিয়ে সুখবর পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। কারণ, সুপ্রিম কোর্টে আজ সোমবার উঠতে চলেছে ডিএ মামলা। শীর্ষ আদালতের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠতে চলেছে।

প্রতীকী ছবি
Aajtak Bangla
  • দিল্লি ও কলকাতা ,
  • 28 Nov 2022,
  • अपडेटेड 11:23 AM IST
  • আজই ডিএ নিয়ে সুখবর পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা
  • সুপ্রিম কোর্টে মামলার শুনানি আজ

আজই ডিএ নিয়ে সুখবর পেতে পারেন রাজ্য সরকারি কর্মীরা। কারণ, সুপ্রিম কোর্টে আজ সোমবার উঠতে চলেছে ডিএ মামলা। শীর্ষ আদালতের বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং বিচারপতি হৃষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চে এই মামলা উঠতে চলেছে। সেই মামলার দিকেই তাকিয়ে রাজ্যের সরকারি কর্মীরা। 

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিরুদ্ধে এই মামলা লড়ছে সরকারি কর্মচারি পরিষদ, ইউনিটি ফোরাম ও কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ। তিন সংগঠনই আশা করছে মামলার রায় তাদের পক্ষে যাবে। অর্থাৎ মহামান্য কলকাতা হাইকোর্ট রাজ্যের সরকারি কর্মীদের কেন্দ্রীয় হারে যে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে তা বহাল রাখবে। 

আরও পড়ুন : রাজ্যের ডিএ মামলার নতুন UPDATE, সোমবারই সুপ্রিম কোর্টে শুনানির সম্ভাবনা

প্রসঙ্গত, এর আগে মহামান্য কলকাতা হাইকোর্ট ডিএ মামলায় রাজ্যের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে দেয়। সাফ জানিয়ে দেয়, ডিএ নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছে তা কার্যকর করার জন্য অনন্তকাল অপেক্ষা করা যায় না। এদিকে রাজ্য সরকারের তরফে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করা হয়।  সেই লিভ পিটিশন প্রথমে ত্রুটিপূর্ণ ছিল। তবে পরে তা সংশোধন করে রাজ্য। 

মামলাকারী সংগঠনগুলি ও সরকারি কর্মীদের দাবি, এর আগে একাধিক বার হাইকোর্টে এই মামলায় জয় পেয়েছে সরকারি কর্মীরা। সেই দিকে নজর রেখে সুপ্রিম কোর্টেও তারা জয় পাবে।  

এই বিষয়ে সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, 'রাজ্য সরকার হয়তো আজ মামলাটা সুপ্রিম কোর্টে গৃহীত করানোর আপ্রাণ চেষ্টা করবে। পঞ্চায়েত ভোট পর্যন্ত মামলা টানতে চাইবে। তবে আমরা আশাবাদী। কারণ, এর আগে ডিএ সংক্রান্ত যত মামলা উঠেছে সেই সব ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ডিএ ও এরিয়ার দেওয়ার পক্ষেই রায় দিয়েছে। এক্ষেত্রেও তাই হবে বলে আমরা আশা করছি। যদি তার ব্যতিক্রমও হয় তাহলেও আমরা তৈরি। আমরা গত ৬ বছর ধরে লড়াই করছি।  ভবিষ্যতেও করব।' 

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement