
দার্জিলিং মানেই গ্লেনারিজ। পাহাড় সফরে এসে গ্লেনারিজের সামনে দাঁড়িয়ে ছবি তোলা কিংবা সেখানে ব্রেকফাস্ট না করলে যেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায়। এমন ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের বারে হঠাৎ তালা ঝুলে পড়ায় পর্যটন শহরে তৈরি হয়েছিল চরম উদ্বেগ। বিশেষ করে বড়দিন ও নববর্ষের আগে, যখন দার্জিলিংয়ে পর্যটকদের ঢল নামার কথা, তখনই এই বন্ধের খবরে ধাক্কা খেয়েছিল গ্লেনারিজ কর্তৃপক্ষ।
তবে অবশেষে এল স্বস্তির খবর। বুধবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা গ্লেনারিজ বারের পক্ষে অন্তর্বর্তী নির্দেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী, বুধবার বিকেল ৫টা থেকে আগামী ১২ জানুয়ারি পর্যন্ত গ্লেনারিজের বার খোলা রাখা যাবে। যদিও বিষয়টি এখানেই শেষ নয়, আগামী ৫ জানুয়ারি ফের এই মামলার শুনানি হবে সার্কিট বেঞ্চে।
উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর আবগারি বিধি লঙ্ঘনের অভিযোগে আবগারি দফতর গ্লেনারিজ বারের লাইসেন্স সাসপেন্ড করে। এরপর ৮ ডিসেম্বর বারে সিল লাগানো হয়। প্রশাসনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গ্লেনারিজ কর্তৃপক্ষ আদালতের দ্বারস্থ হয়। মামলার শুনানিতে বার মালিকদের পক্ষে সওয়াল করেন আইনজীবী এশা আচার্য, যিনি জানান, আদালত আপাতত ১২ জানুয়ারি পর্যন্ত বার চালানোর অনুমতি দিয়েছে।
পুলিশের তরফে দাবি করা হয়েছিল, আবগারি আইন লঙ্ঘনের পাশাপাশি নিয়মিত যে গানের আসর বসত, তার জন্যও নাকি প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয়নি। সেই কারণেই তিন মাসের জন্য বার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানানো হয়। তবে এই সব অভিযোগকে ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ বলে উড়িয়ে দেন গ্লেনারিজের মালিক অজয় এডওয়ার্ড।