Advertisement

Kultali Case: মূক ও বধির মহিলাকে ধর্ষণের অভিযোগ, ধৃত প্রতিবেশী, ঘটনাস্থল সেই কুলতলি

কুলতলিতে ফের ধর্ষণের অভিযোগ উঠল। এক মূক ও বধির মহিলাকে পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ঘটনা। বুধবার অভিযোগ দায়ের করা হয়। তারপরেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। 

প্রতীকী চিত্র।
Aajtak Bangla
  • কুলতলি,
  • 31 Oct 2024,
  • अपडेटेड 1:26 PM IST
  • কুলতলিতে ফের ধর্ষণের অভিযোগ উঠল।
  • এক মূক ও বধির মহিলাকে পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ।
  • গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে।

কুলতলিতে ফের ধর্ষণের অভিযোগ উঠল। এক মূক ও বধির মহিলাকে পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলির ঘটনা। বুধবার অভিযোগ দায়ের করা হয়। তারপরেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

কয়েক দিন আগেই কুলতলির কাছে জয়নগরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ উঠেছিল। ৯ বছরের এক শিশুকে ধর্ষণ-খুনের অভিযোগ ঘিরে উত্তাল হয়েছিল এলাকা। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কুলতলিতে ধর্ষণের অভিযোগ উঠল। 

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে একটি পরিত্যক্ত বাড়িতে মূক ও বধির এক মহিলাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। নির্যাতিতার পরিবারের দাবি, মাঝেমধ্যেই ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে পড়তেন। সেদিন একা একা বাড়ির আশপাশে ঘুরছিলেন ওই মহিলা। সেই সময়ই প্রতিবেশী এক যুবক ওই মহিলাকে পরিত্যক্ত বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগ। 

দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় ওই মহিলার খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। সেই সময়ই পরিত্যক্ত বাড়ি থেকে নির্যাতিতাকে উদ্ধার করা হয়। অভিযুক্ত যুবককেও দেখে ফেলেন স্থানীয়রা। তাঁরাই পুলিশকে জানান। পরে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। 

আরজি করকাণ্ডের আবহে রাজ্যে একের পর এক ধর্ষণের অভিযোগ প্রকাশ্যে আসছে। যা ঘিরে রাজ্যে নারী নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। আরজি করকাণ্ডে এখনও প্রতিবাদ অব্যাহত। আরজি করকাণ্ডে দীর্ঘদিন ধরে আন্দোলনে শামিল জুনিয়র চিকিৎসকরা। প্রথমে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছিলেন তাঁরা। পরে ধর্মতলার মেট্রো চ্যানেলে আমরণ অনশনে বসেছিলেন তাঁরা। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নিহত চিকিৎসকের বাবা-মায়ের আর্জি মেনে তাঁরা অনশন প্রত্যাহার করেন। তবে প্রতিবাদ আন্দোলন জারি রয়েছে। বুধবার সিবিআই দফতর অভিযানের ডাক দেওয়া হয়। আরজি করের ঘটনায় দ্রুত বিচারের দাবিতে তৈরি হয়েছে অভয়া মঞ্চ। বুধবার এই মঞ্চের তরফে সিবিআই দফতরে অভিযান চালানো হয়। ৪ নভেম্বর করা হয়েছে 'দ্রোহের আলো জ্বালো' কর্মসূচি। ৭ নভেম্বর রয়েছে 'জনতার চার্জশিট'।
 

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement