Advertisement

Weather Update: শক্তি বাড়াল নিম্নচাপ, অতিভারী বৃষ্টির ORANGE ALERT কলকাতা সহ এই জেলাগুলিতে

ক্রমেই শক্তি বাড়ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের। আবহাওয়া দফতরের লেটেস্ট বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার(দশমী) দুপুর সাড়ে ১১টা নাগাদ এটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল।

কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি জানুন।কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি জানুন।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Oct 2025,
  • अपडेटेड 4:04 PM IST
  • ক্রমেই শক্তি বাড়ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের।
  • আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে।
  • ৩ অক্টোবর বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Deep Depression Bay of Bengal: বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপের ক্রমেই শক্তি বাড়ছে। আবহাওয়া দফতরের লেটেস্ট বুলেটিন অনুযায়ী, বৃহস্পতিবার(দশমী) দুপুর সাড়ে ১১টা নাগাদ এটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূল সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছিল। ঘণ্টায় প্রায় ১৮ কিমি বেগে ঘূর্ণাবর্তটি উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। গোপালপুর থেকে প্রায় ৯০ কিমি দূরে, কালীঙ্গপটনম থেকে ১৪০ কিমি দূরে এবং পুরী থেকে ১৪০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। এদিন সন্ধ্যার মধ্যেই নিম্নচাপ গোপালপুর সংলগ্ন ওড়িশা উপকূল অতিক্রম করতে পারে।

দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
আবহাওয়া দফতরের পূর্বাভাস, ২ অক্টোবর দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৭-২০ সেমি) হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে সর্বাধিক বৃষ্টির আশঙ্কা। কলকাতা ও হাওড়াতেও(Kolkata rain alert) ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইতে পারে।

৩ অক্টোবর বীরভূম, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ৪ অক্টোবর বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টি তীব্র হতে পারে। এরপরও ৫ থেকে ৮ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝারি থেকে হালকা বৃষ্টি চলতে পারে।

উত্তরবঙ্গ
উত্তরবঙ্গের সব জেলাতেই ২ অক্টোবর থেকে বৃষ্টি বাড়বে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ৩ থেকে ৫ অক্টোবর পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুত সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইতে পারে।

উল্লেখ্য, IMD কলকাতার অফিসিয়াল স্পেশাল বুলেটিন দেখে এই প্রতিবেদন লেখা হয়েছে। সরাসরি সেই বুলেটিন পড়ুন: View PDF

মনে রাখবেন,

  • বজ্রপাতের সময় গাছ বা বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়াবেন না।
     
  • জমা জল এড়িয়ে চলুন।
     
  • ভারী বৃষ্টির সময় বাড়ির বাইরে বের হবেন না।
     
  • পুজো উদ্যোক্তাদের বিসর্জনের সময় সতর্ক থাকতে হবে(Durga Puja rain alert Bengal)।
  • উপকূলীয় এলাকায় পর্যটন ও নৌকা চলাচল নিয়ন্ত্রণে রাখতে হবে।

ওড়িশা উপকূল অতিক্রম করার পরে এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েক দিন রাজ্যজুড়ে প্রতিকূল আবহাওয়া থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

Read more!
Advertisement
Advertisement