Advertisement

Delivery Boy Death: বাবা পরিযায়ী শ্রমিক, সংসারের ভার কাঁধে কলকাতার রাস্তায় প্রাণ গেল বাসন্তীর সৌম্যের

দারিদ্রের চাপে সংসারের হাল ধরতে কলকাতায় এসেছিলেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের হিরন্ময়পুর গ্রামের যুবক সৌম্য মণ্ডল (২৪)। বাবা তাপস মণ্ডল পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনরাজ্যে কাজ করলেও অভাব কাটেনি। তাই ডেলিভারি বয়ের চাকরি নিয়ে শহরে জীবিকা গড়ার চেষ্টা করছিলেন সৌম্য। কিন্তু বুধবার বিকেলের এক ভয়াবহ দুর্ঘটনা শেষ করে দিল তাঁর জীবন।

দুর্ঘটনায় পুড়ে মৃত্যু সৌম্যর।-ফাইল ছবিদুর্ঘটনায় পুড়ে মৃত্যু সৌম্যর।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Aug 2025,
  • अपडेटेड 3:23 PM IST
  • দারিদ্রের চাপে সংসারের হাল ধরতে কলকাতায় এসেছিলেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের হিরন্ময়পুর গ্রামের যুবক সৌম্য মণ্ডল (২৪)।
  • বাবা তাপস মণ্ডল পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনরাজ্যে কাজ করলেও অভাব কাটেনি।

দারিদ্রের চাপে সংসারের হাল ধরতে কলকাতায় এসেছিলেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী ব্লকের হিরন্ময়পুর গ্রামের যুবক সৌম্য মণ্ডল (২৪)। বাবা তাপস মণ্ডল পরিযায়ী শ্রমিক হিসেবে ভিনরাজ্যে কাজ করলেও অভাব কাটেনি। তাই ডেলিভারি বয়ের চাকরি নিয়ে শহরে জীবিকা গড়ার চেষ্টা করছিলেন সৌম্য। কিন্তু বুধবার বিকেলের এক ভয়াবহ দুর্ঘটনা শেষ করে দিল তাঁর জীবন।

সল্টলেকের একে ব্লকের কাছে নতুন ব্রিজের ধারে একটি বেপরোয়া গতির চারচাকা গাড়ি পরপর দুটি বাইকে ধাক্কা মারে। তার মধ্যে একটি বাইকে ছিলেন সৌম্য। ধাক্কার জেরে তিনি রেলিংয়ের কাছে আটকে পড়েন। এর মধ্যেই গাড়িটিতে আগুন ধরে যায়। চারচাকার যাত্রীদের উদ্ধার করা গেলেও, জীবন্ত পুড়ে মারা যান সৌম্য।

দুঃসংবাদ পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে গ্রাম। শোকে স্তব্ধ পরিবার জানায়, অর্থের প্রয়োজন না থাকলে সৌম্যকে শহরে আসতে হত না। দুর্ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন সল্টলেকবাসী। অভিযোগ, ঘটনাস্থলে উপস্থিত পুলিশকর্মীরা উদ্ধার কাজে না নেমে ভিডিও তুলছিলেন। ক্ষুব্ধ জনতা বিক্ষোভ শুরু করলে পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। বাসন্তীর যুবকের এই মর্মান্তিক মৃত্যু শুধু একটি পরিবারকেই নয়, নাড়িয়ে দিয়েছে গোটা এলাকা।

 

Read more!
Advertisement
Advertisement