Advertisement

Deucha Pachami:'দেউচা পাচামি নিয়ে কেন এত আগ্রহ?'পরিবেশ প্রশ্নে মমতাকে বিঁধলেন অধীর

দেশের অন্য়তম বড় কোল ব্লক। বীরভূমের মহম্মদ বাজারের দেউচা পাচামিতে মাটির নীচে বিপুল পরিমাণ কয়লা হদিশ মিলেছে। স্রেফ জেলা কিংবা রাজ্য নয়, সেখানকার কয়লা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। প্রকল্প রূপায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে এক লক্ষেরও বেশি মানুষের। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে একথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই প্রকল্প নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা অধীর চৌধুরী।

 দেউচা পাচামি  নিয়ে মমতাকে নিশানা অধীরের দেউচা পাচামি নিয়ে মমতাকে নিশানা অধীরের
গোপাল ঠাকুর
  • বহরমপুর,
  • 10 Nov 2021,
  • अपडेटेड 2:45 PM IST
  • 'কোন রাজ্য-কোল ইন্ডিয়া আগ্রহ দেখায়নি'
  • দেউচা পাচামি নিয়ে মমতাকে নিশানা অধীরের
  • প্রশ্ন তুললেন পরিবেশ নিয়ে

দেশের অন্য়তম বড় কোল ব্লক। বীরভূমের মহম্মদ বাজারের দেউচা পাচামিতে মাটির নীচে বিপুল পরিমাণ কয়লা হদিশ মিলেছে। স্রেফ জেলা কিংবা রাজ্য নয়, সেখানকার কয়লা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। প্রকল্প রূপায়িত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থান হবে এক লক্ষেরও বেশি মানুষের। মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে একথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই প্রকল্পে জমিদাতাদের জন্য প্যাকেজও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই প্রকল্প নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা অধীর চৌধুরী।

দেউচা পামাচি নিয়ে অধীরের প্রশ্ন
দেউচা পাচামির কয়লা খনি নিয়ে অধীর চৌধুরী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কয়লা খনিতে লক্ষ লক্ষ্য বেকারের চাকরি হবে। আমার বক্তব্য যেখানে ৫-৬ টি রাজ্যকে এবং কোল ইন্ডিয়াকে এই কয়লা খনি খননের জন্য অফার করা হয়েছিল। কিন্তু কোন রাজ্য বা কোল ইন্ডিয়া এই নিয়ে কোন আগ্রহ দেখায়নি। আমি জনপ্রতিনিধি হিসাবে জানতে চাই,  পশ্চিমবঙ্গ কেন এতো আগ্রহ দেখাচ্ছে। এর টেকনিক্যাল ভিজিবিলিটি, কমার্শিয়াল ভিজিবিলিটি কী? যখন বিশ্ব জুড়ে পরিবেশ নিয়ে আলোচনা হচ্ছে তখন তো আমরা জানতে চাইবো, কয়লা খনি হলে আশেপাশের কতটা জায়গা দূষিত হবে। ভোটের আগে ঢোল বাজানো হয়, কাজের কাজ কিছুই হয়না।

লখিমপুর খেরি প্রসঙ্গও তুললেন
লখিমপুর খেরিতে সেদিন গুলি চলেছিল মন্ত্রীপুত্রের বন্দুক থেকেই। ফরেন্সিক রিপোর্টে এমন প্রমাণ উঠে এসেছে। সোমবার এই কান্ডে সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে যোগী সরকারকে। বুধবার এই প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী বলেন, আমরা চাই ঘটনার সঙ্গে মন্ত্রী বা মন্ত্রীপুত্র যেই জড়িত থাক না কেন, তার শাস্তির দাবি করছি। গুলি চলেছিল কিনা, কোন বন্দুক থেকে গুলি চলেছিল সেটা ফরেন্সিক বিষয়। তবে টিভিতে দেখা গেছে শান্তিপূর্ণ ভাবে আন্দোলনরত কৃষকদের গাড়িতে পিষে মারা হল। এই ঘটনার তদন্তের দাবিতে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে কংগ্রেস আন্দোলনে নামে। সেই আন্দোলনের ফলেই তদন্ত শুরু হয়।

Advertisement

আরও পড়ুন

 

Read more!
Advertisement
Advertisement