ধূপগড়ির উপনির্বাচনের ঘোষণা করল কমিশন, দুই সপ্তাহ আগেই মৃত্যু হয় বিজেপি বিধায়কের।
ধূপগুড়িতে উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হল। আগামী ৫ সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তারপর ৮ সেপ্টেম্বর গণনা। মনোনয়ন জমা করার সময়সীমাও ঘোষিত হয়েছে। ১৭ অগাস্ট ধূপগুড়ি উপনির্বাচনে মনোনয়ন জমার শেষ দিন ।
গত ২৫ জুলাই বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় আসেন ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়। এরপর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে তড়িঘড়ি SSKM-এ নিয়ে যাওয়া হয়। হাসপাতালে তাঁর মৃত্যু হয়।