Advertisement

Digha Jagannath Mandir: হুবহু পুরী! দিঘার জগন্নাথ মন্দির কেমন হচ্ছে? রইল ফার্স্টলুক

প্রায় কাজ শেষের পথে দিঘার জগন্নাথ মন্দির নির্মাণ। অসেছএ মন্দিরের ফার্স্ট লুক। দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের দিঘা সফরে গিয়েছেন তিনি। সমুদ্র সৈকতের ওপর গড়ে ওঠা মন্দির যেন হুবহু পুরীর জগন্নাথ মন্দির! মুখ্যমন্ত্রী আসার কারণে ওল্ড দিঘার বিশ্ববাংলা গেটের বাঁদিকে লম্বা ব্যারিকেড তৈরি করা হয়েছে।

দিঘার জগন্নাথ মন্দির (ছবি: সংগৃহীত)
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Dec 2024,
  • अपडेटेड 2:21 PM IST

প্রায় শেষের পথে দিঘার জগন্নাথ মন্দির নির্মাণকাজ। এসেছে মন্দিরের ফার্স্ট লুক। বুধবার দিঘায় জগন্নাথ মন্দির পরিদর্শনে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের দিঘা সফরে গিয়েছেন তিনি। সমুদ্র সৈকতের ওপর গড়ে ওঠা মন্দির যেন হুবহু পুরীর জগন্নাথ মন্দির! মুখ্যমন্ত্রী আসার কারণে ওল্ড দিঘার বিশ্ববাংলা গেটের বাঁদিকে লম্বা ব্যারিকেড তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রীর সুরক্ষায় তিন হাজার পুলিশের ঘেরাটোপে রাখা হয়েছে। মোতায়েন রয়েছে সিভিল ডিফেন্স, নুলিয়ারা। সমুদ্রে চক্কর কাটছে স্পিড বোট।

(ছবি: সংগৃহীত)

পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ ধাম। মন্দির নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। পুরীর আদলে দিঘায় এই জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। তবে কবে মন্দিরের উদ্বোধন করা হবে, তা এখনও স্পষ্ট নয়। 

(ছবি: সংগৃহীত)

দিঘা রেল স্টেশনের পাশেই ভগিব্রহ্মপুর মৌজায় ২৫ একর জমির উপর চলছে জগন্নাথ মন্দির নির্মাণের কাজ। ২০১৮ সালে ২০০ কোটির এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। কাজের সূচনা হয়েছিল ২০২২ সালের অক্ষয় তৃতীয়ার দিন থেকে। কয়েক মাস আগে মন্দির নির্মাণ- সহ পরিকাঠামোগত উন্নয়ের যাবতীয় কাজ পরিদর্শন করেন নির্মাণকারী সংস্থা হিডকো’র ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী, পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পূর্ণেন্দু মাজি, দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের প্রশাসক তথা কাঁথির মহকুমাশাসক শৌভিক ভট্টাচার্য। আগামী বছর থেকেই দিঘায় জগন্নাথ মন্দিরে রথযাত্রা পালন করা হবে এ বছর এক্স হ্যান্ডলে জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement