আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই উদ্বোধন করা হবে দিঘার জগন্নাথ মন্দিরের। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে সাজ সাজ রব সৈকত শহরে। মঙ্গলবার মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। পূর্ণাহুতি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বেলা আড়াইটে থেকে শুরু হবে অনুষ্ঠান। দুপুর ৩টের সময় মন্দিরের দ্বারোদঘাটন করা হবে। তারপরে ৫ মিনিটের জন্য মন্দির খুলে দেওয়া হবে। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।
পুরীর জগন্নাথ মন্দিরের আদলে পূর্ব মেদিনীপুরের দিঘায় এই মন্দির নির্মাণ করা হয়েছে। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা তৃণমূলের নেতা, সাংসদ, বিধায়কদের।
২০১৮ সালে পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে দিঘায় জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। করোনা অতিমারির সময় মন্দিরের কাজ বন্ধ ছিল। তবে পরে দ্রুত গতিতে তৈরি করা হয় মন্দির। রাজস্থান থেকে প্রায় ৮০০ জন কারিগর আনা হয়েছিল। কারিগরদের অনেকেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। মন্দিরে থাকছে গর্ভগৃহ. নাট মন্দির, ভোগমণ্ডপ।
দিঘার মন্দিরের দ্বার উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী। দরজা ঠেলে ঢুকলেন মন্দিরের ভিতরে। বিগ্রহের সামনে আরতিও করলেন মমতা।
দিঘার জগন্নাথ মন্দিরের দরজা খুলে গেল। মন্দিরের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সামনে এল জগন্নাথ, বলরাম ও শুভদ্রার ছবিও।
মন্দির চত্বরে শিল্পকলার দৃষ্টান্ত রাখা হয়েছে। সবাই এই মন্দিরে আসবেন। এই আশা রাখি। এই মন্দির সাধারণ মানুষের জন্য। মন্দিরে ভোগ দেওয়া হবে। মন্দিরে গতকাল ধ্বজা ওড়ানো হয়েছে। গতকাল যজ্ঞ শেষ হয়েছে। আগামী দিন চেষ্টা করব সব্বার বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে। আজ থেকে ইস্কন ভোগ সেবা করবে। অনলাইনেও ভোগ পাওয়া যাবে।
দ্বারোদঘাটনের আগে পুরোহিত ও সব সম্প্রদায়ের মানুষকে অভিনন্দন ও শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যারা এই কাজটি করেছেন তাঁদের কৃতজ্ঞতা জানাচ্ছি। তিন বছর ধরে কাজ হচ্ছে। গত পাঁচদিন ধরে এখানে অনেক মন্ত্রীরা রয়েছেন। তাঁদের ধন্যবাদ। যে শিল্পীরা কাজ করেছেন তাঁদের অভিনন্দন।
মন্দির চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। রুপঙ্কর, ইমনের গানের পর নৃত্য পরিবেশন করেন ডোনা গঙ্গোপাধ্যায়।
ডোনা গাঙ্গুলি, রূপঙ্কর বাগচী, ইন্দ্রনীল সেনের মতো শিল্পীরা মন্দির উদ্বোধনের আগে নাচ ও গান করেন।
আর কিছুক্ষেণের মধ্যে দিঘা মন্দিরের মন্দিরের দ্বারোদঘাটন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। চলছে বিগ্রহের প্রাণপ্রতিষ্ঠার কাজ।
২০১৮ সালে পূর্ব মেদিনীপুর সফরে গিয়ে দিঘায় জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। করোনা অতিমারির সময় মন্দিরের কাজ বন্ধ ছিল। তবে পরে দ্রুত গতিতে তৈরি করা হয় মন্দির। রাজস্থান থেকে প্রায় ৮০০ জন কারিগর আনা হয়েছিল। কারিগরদের অনেকেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণের সঙ্গে যুক্ত ছিলেন। মন্দিরে থাকছে গর্ভগৃহ. নাট মন্দির, ভোগমণ্ডপ।
পুরীর জগন্নাথ মন্দিরের আদলে পূর্ব মেদিনীপুরের দিঘায় এই মন্দির নির্মাণ করা হয়েছে। মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে থাকার কথা তৃণমূলের নেতা, সাংসদ, বিধায়কদের।
আজ উদ্বোধন করা হবে দিঘার জগন্নাথ মন্দিরের। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে সাজ সাজ রব সৈকত শহরে। মঙ্গলবার মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। পূর্ণাহুতি করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বেলা আড়াইটে থেকে শুরু হবে অনুষ্ঠান। দুপুর ৩টের সময় মন্দিরের দ্বারোদঘাটন করা হবে। তারপরে ৫ মিনিটের জন্য মন্দির খুলে দেওয়া হবে। আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও।