Advertisement

Dilip Ghosh: 'ভোটের আগে ঢপবাজি', শালবনীর বিদ্যুৎ প্রকল্প নিয়ে কটাক্ষ দিলীপের

শালবনীতে তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টিতে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, 'দেউচা পাঁচামিতে হাজার চাকরির কথা বলা হয়েছিল, আজও কিছুই হয়নি। শুধু প্রতিশ্রুতি দিয়ে ভোটের আগে ঢপবাজি করা হচ্ছে।'

দিলীপ ঘোষ।-ফাইল ছবিদিলীপ ঘোষ।-ফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2025,
  • अपडेटेड 10:07 AM IST
  • শালবনীতে তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • বিষয়টিতে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

শালবনীতে তাপবিদ্যুৎ প্রকল্পের শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টিতে কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, 'দেউচা পাঁচামিতে হাজার চাকরির কথা বলা হয়েছিল, আজও কিছুই হয়নি। শুধু প্রতিশ্রুতি দিয়ে ভোটের আগে ঢপবাজি করা হচ্ছে।'

দিলীপ এসএসসি নিয়েও মন্তব্য করেন মঙ্গলবার। শিক্ষক নিয়োগের অনিয়ম এবং এসএসসি-র দুর্নীতি নিয়ে একাধিকবার আন্দোলনের ঝড় উঠেছে রাজ্যজুড়ে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েও বহু চাকরিপ্রার্থী এখনও বঞ্চিত, আর সেই বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠেছেন তাঁরা। ডিরোজিও ভবনে অবস্থানরত আন্দোলনকারীরা বলছেন, সরকারের থেকে আর কোনও আশাও নেই। তাঁদের বক্তব্য, 'ডাক্তাররাও আন্দোলন করেছিলেন, কিন্তু লাভ কিছুই হয়নি। এই সরকার কারও কথা শোনে না।'

দিলীপ আরও বলেন, আন্দোলনের ইতিহাসকে স্বীকৃতি দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি প্রকৃত আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসেন না। বরং আন্দোলনের ধারাকে ‘ফ্যাশন’ বলে ব্যাখ্যা করেছেন, এমনটাই দাবি আন্দোলনকারীদের। তাঁদের মতে, সরকারের কাছে কিছু পাওয়ার আশা অর্থহীন, বরং আইনি পথই একমাত্র ভরসা।

এসএসসি-র পক্ষ থেকেও স্পষ্ট বার্তা এসেছে—তালিকা প্রকাশ করবে না তারা। যোগ্য-অযোগ্যদের স্পষ্ট তালিকা না প্রকাশ করলে সমাধান অসম্ভব বলেই মনে করছে আন্দোলনকারী মহল। তারা বলছে, 'এসএসসির সঙ্গে আলোচনায় বসা মানেই সময় নষ্ট করা। কারণ কিছুদিন পর এই আন্দোলনও চাপা পড়ে যাবে, যেমন আগেও হয়েছে। ১৫ বছর ধরে শিক্ষাক্ষেত্রে শুধু দুর্নীতি আর অব্যবস্থার চর্চা হয়েছে। ফলস্বরূপ, শিক্ষা ব্যবস্থা এখন প্রায় ধ্বংসের পথে।'

 

Read more!
Advertisement
Advertisement