Advertisement

Dilip Ghosh: বিয়ের পর দিনই স্বমহিমায় দিলীপ, ছাব্বিশের নির্বাচন নিয়ে দিলেন বড় ইঙ্গিত

শুভ বিবাহের পর শুভ জন্মদিন। এমন শুভেচ্ছা বার্তাতেই ভাসছেন দিলীপ ঘোষ। শুক্রবার সন্ধ্যায় নিউটাউনে নিজের বাড়িতে সাত পাকে বাঁধা পড়েছেন বঙ্গ রাজনীতির দাপুটে নেতা। শনিবার দিলীপের জন্মদিন। বিয়ের পরের দিনই সকাল সকাল ইকো পার্কে সেই চেনা মেজাজে দেখা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে। বললেন, 'আজ থেকে আবার দলের কাজ শুরু। পাশাপাশি, ছাব্বিশের নির্বাচনে বাংলায় পরিবর্তনের কথাও বললেন প্রাক্তন বিজেপ সাংসদ। 

ইকো পার্কে দিলীপ ঘোষ।ইকো পার্কে দিলীপ ঘোষ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Apr 2025,
  • अपडेटेड 7:44 AM IST
  • শুভ বিবাহের পর শুভ জন্মদিন।
  • এমন শুভেচ্ছা বার্তাতেই ভাসছেন দিলীপ ঘোষ।
  • বিয়ের পরের দিনই সকাল সকাল ইকো পার্কে সেই চেনা মেজাজে দেখা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে।

শুভ বিবাহের পর শুভ জন্মদিন। এমন শুভেচ্ছা বার্তাতেই ভাসছেন দিলীপ ঘোষ। শুক্রবার সন্ধ্যায় নিউটাউনে নিজের বাড়িতে সাত পাকে বাঁধা পড়েছেন বঙ্গ রাজনীতির দাপুটে নেতা। শনিবার দিলীপের জন্মদিন। বিয়ের পরের দিনই সকাল সকাল ইকো পার্কে সেই চেনা মেজাজে দেখা গেল রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে। বললেন, 'আজ থেকে আবার দলের কাজ শুরু। পাশাপাশি, ছাব্বিশের নির্বাচনে বাংলায় পরিবর্তনের কথাও বললেন প্রাক্তন বিজেপ সাংসদ। 

বিজেপিরই এক কর্মী রিঙ্কু মজুমদারের সঙ্গে ইকো পার্কে প্রথম আলাপ দিলীপের। সেই আলাপই ধীরে ধীরে গড়ায় পরিণয়ে। শুক্রবার সেই পরিচয় পরিণতি পেল। মায়ের ইচ্ছেকে মর্যাদা দিতেই রিঙ্কুর সঙ্গে ৬১ বছর বয়সে সাত পাকে বাঁধা পড়লেন সঙঘের দিলীপ। 

বিয়ের সাজে দিলীপ-রিঙ্কু।

বিয়ের পরের দিন সকালে ইকো পার্কে প্রাতর্ভ্রমণে যান দিলীপ। সেখানে তাঁকে শুভেচ্ছা জানাতে হাজির হন বহু মানুষ। কেক, পায়েস-সহ বিভিন্ন খাবারের আয়োজন করা হয়েছে। ইকো পার্কে ঘটা করে জন্মদিন পালন করা হয় দিলীপের। 

বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর কি রাজনীতি থেকে দূরে সরে যাবেন দিলীপ? শুক্রবার এমন চর্চাও চলেছে রাজ্য রাজনীতিতে। তবে বিয়ের পর দিন সকালে সংবাদমাধ্যমে স্বয়ং দিলীপ বলে দিলেন, 'আজ থেকে আবার দলের কাজ শুরু। নিজের কর্মক্ষেত্র খড়গপুরে চলে যাব।দল যে দায়িত্ব দিয়েছেন, তাই পালন করেছি।' ইকো পার্কে তাঁর জন্মদিন পালন প্রসঙ্গে দিলীপ বলেন, 'ফুল নিয়ে এসেছেন অনেকে।সকলে শুভেচ্ছা জানাচ্ছেন।'

এরপরেই সেই চেনা রাজনীতিকের অবতারে দেখা গিয়েছে দিলীপকে। বিধানসভা নির্বাচনের প্রসঙ্গে বাংলায় বিজেপির অন্যতম সফল সভাপতি বললেন, 'বাংলার মানুষ যখন পরিবর্তন মনে করবে, তখন পরিবর্তন হবে, সেটা শুরু হয়ে গিয়েছে, পাবলিk শেষ কথা বলবে, পাবলিক বলতে শুরু করেছে।'
 

Read more!
Advertisement
Advertisement