Advertisement

Dilip Ghosh: 'দিলীপ ঘোষ কি দলকে জিজ্ঞাসা করে বাথরুম করতে যাবে?' কার উদ্দেশে বললেন দিলীপ?

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে ছিলেন দিলীপ। নিত্যদিনের মতো খড়্গপুরের বোগদা এলাকায় চা চক্রে যোগ দেন ৷ সেখানে সাংবাদিকদের সামনে ফের নাম না করেই দলেরই নেতাদের পাল্টা জবাব দিলেন তিনি ৷ বললেন, 'দিলীপ ঘোষ কি দলকে জিজ্ঞাসা করে বাথরুম করতে যাবে?'

অহনা চট্টোপাধ্যায়
  • খড়্গপুর,
  • 06 May 2025,
  • अपडेटेड 3:17 PM IST

তিনি দলের অনুগত কর্মী। কিন্তু নিজের সব কাজই যে দলের অনুমতি নিয়ে করবেন না, সেই বিষয়েও এককাট্টা দিলীপ ঘোষ। তাঁর দিঘা জগন্নাথ মন্দির-মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্যের ছবি নিয়ে আর নতুন করে কিছু বলার নেই। এখনও গেরুয়া শিবিরেরই একাংশ দিলীপের প্রতি বেশ গোঁসা। ফের নিজের চেনা ভঙ্গিতেই তাঁদের জবাব দিলেন বঙ্গ বিজেপির এক্স-ক্যাপ্টেন। 

'দলকে জিজ্ঞাসা করে বাথরুমে যাবে নাকি'

মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরে ছিলেন দিলীপ। নিত্যদিনের মতো খড়্গপুরের বোগদা এলাকায় চা চক্রে যোগ দেন ৷ সেখানে সাংবাদিকদের সামনে ফের নাম না করেই দলেরই নেতাদের পাল্টা জবাব দিলেন তিনি ৷ বললেন, 'দিলীপ ঘোষ কি দলকে জিজ্ঞাসা করে বাথরুম করতে যাবে? পার্টিতে নতুন আসা বাজনদারদের বেশি চিন্তা, কে ঠিকা দিয়েছে? তাঁরা BJP-র নীতি ঠিক করে দিচ্ছেন। পলিসি ঠিক করে দিচ্ছেন।' 

মুখ্যমন্ত্রীর BSF মন্তব্যের সমালোচনা

সোমবার মুর্শিদাবাদে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'BSF গুলি চালিয়েছিল কেন? BSF গুলি না চালালে পরের দিনের ঘটনা ঘটতই না।' মঙ্গলবার সেই প্রসঙ্গে দিলীপ বলেন, 'মুখ্যমন্ত্রীর যদি দম থাকে তাহলে মুর্শিদাবাদে যে আশান্তি হয়েছে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তার তদন্ত করান। বিএসএফ কী করেছে সেটারও তদন্ত চান। উনি চাইলেই হবে। এতদিন পরে উনি কেন গিয়েছেন? সমস্ত প্রমাণ মিটে যাওয়ার পর উনি কেন যাচ্ছেন? এই ধরনের মিথ্যা কথা আগেও অনেক বলেছেন, আবারও বলছেন। ওখানকার সাধারণ মানুষ জানে তাঁদের উপরে কী হয়েছে।' 

মঙ্গলবার কেন্দ্রীয় কমিটির সদস্যদের সঙ্গে বঙ্গ বিজেপি-র বৈঠক। যদিও সেখানে থাকছেন না দিলীপ ঘোষ। তিনি জানালেন, 'আমি কোনও কমিটির মধ্যে নেই। আমি আছি কোর কমিটিতে। সেই কোর কমিটির দু-চার মাসে যখন বৈঠক হয়, আমাকে ডাকা হয়।'

সংবাদদাতা- শাহজাহান আলি

Read more!
Advertisement
Advertisement