Advertisement

BJP state committee: দিলীপ নেই, ফিরলেন তনুজা, জায়গা তাপসকেও, BJP-র নয়া রাজ্য কমিটি

অবশেষে প্রকাশ্যে এল বাংলার বিজেপির নতুন রাজ্য কমিটি। তবে ৩৫ সদস্যের এই কমিটিতে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম না থাকায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শুধু দিলীপ ঘোষ নন, তালিকায় জায়গা হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও।

তনুজা চক্রবর্তী, তাপস রায় ও দিলীপ ঘোষ।-ফাইল ছবিতনুজা চক্রবর্তী, তাপস রায় ও দিলীপ ঘোষ।-ফাইল ছবি
Aajtak Bangla
  • দিল্লি,
  • 07 Jan 2026,
  • अपडेटेड 1:13 PM IST
  • অবশেষে প্রকাশ্যে এল বাংলার বিজেপির নতুন রাজ্য কমিটি।
  • তবে ৩৫ সদস্যের এই কমিটিতে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম না থাকায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

অবশেষে প্রকাশ্যে এল বাংলার বিজেপির নতুন রাজ্য কমিটি। তবে ৩৫ সদস্যের এই কমিটিতে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নাম না থাকায় ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শুধু দিলীপ ঘোষ নন, তালিকায় জায়গা হয়নি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারেরও।

অন্যদিকে, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া উত্তর কলকাতার প্রবীণ নেতা তাপস রায়কে রাজ্য কমিটিতে অন্তর্ভুক্ত করার পাশাপাশি দেওয়া হয়েছে রাজ্য সহ-সভাপতির দায়িত্ব। নতুন কমিটিতে আরও কয়েকজন পুরনো নেতার প্রত্যাবর্তনও নজর কেড়েছে। তাঁদের মধ্যে অন্যতম তনুজা চক্রবর্তী। একসময় বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী থাকলেও পরে দীর্ঘদিন তাঁকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়নি। এবার রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের হাত ধরে তাঁর ‘পুনর্বাসন’ হল।তনুজা চক্রবর্তীকেও রাজ্য সহ-সভাপতি করা হয়েছে।

উল্লেখযোগ্য বিষয় হল, সম্প্রতি রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দিলীপ ঘোষকে আরও সক্রিয় হওয়ার বার্তা দিয়ে গিয়েছিলেন। তার পর থেকেই মাঠে নেমে নতুন উদ্যমে রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে দেখা যাচ্ছিল তাঁকে। কিন্তু সেই আবহেই রাজ্য কমিটির তালিকায় তাঁর নাম না থাকায় দিলীপ অনুগামীদের মধ্যে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে রাজ্য বিজেপির সভাপতি পদে দায়িত্ব নেন শমীক ভট্টাচার্য। দুর্গাপুজোর আগেই রাজ্য কমিটি ঘোষণার কথা থাকলেও, আদি-নব্য নেতৃত্বের টানাপড়েনে তা বারবার পিছিয়ে যায়। শেষ পর্যন্ত বিধানসভা ভোটের মুখে ৩৫ সদস্যের রাজ্য কমিটি ঘোষণা করল বঙ্গ বিজেপি।

এই কমিটিতে পুরনো নেতাদের আধিক্য স্পষ্ট, পাশাপাশি জায়গা পেয়েছেন কয়েকজন নতুন মুখও। ৩৫ জনের মধ্যে মহিলা সদস্য রয়েছেন ৭ জন, অর্থাৎ প্রায় ২০ শতাংশ। নতুন কমিটি গঠন ঘিরে বিজেপির অন্দরমহলে রাজনৈতিক সমীকরণ কীভাবে বদলায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক পর্যবেক্ষকদের।

 

Read more!
Advertisement
Advertisement