Advertisement

Dilip Ghosh: 'যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা প্রকৃত বিজেপি কর্মী নয়', বিক্ষোভকারীদের নিশানা দিলীপের

নিজের দলের কর্মীদের বিঁধে বিস্ফোরক দিলীপ ঘোষ। বলেন, "পার্টি সাফ করতে কার্বলিক অ্যাসিড ছড়িয়েছি, তাই সাপখোপ যা আাছে সব বেরিয়ে পড়েছে। আমাদের দলে যুব র্মোচার নামে কিছু দালাল আছে। আসলে ওরা ওপরে গেরুয়া নীচে সবুজ। একটু আঁচড়ে দিলে গেরুয়া মুছে সবুজ বেরিয়ে পড়বে।"

বিজেপি নেতা দিলীপ ঘোষ।-ফাইল ছবিবিজেপি নেতা দিলীপ ঘোষ।-ফাইল ছবি
বিশাল দাস
  • কোলাঘাট,
  • 02 May 2025,
  • अपडेटेड 2:31 PM IST

নিজের দলের কর্মীদের বিঁধে বিস্ফোরক দিলীপ ঘোষ। বলেন, "পার্টি সাফ করতে কার্বলিক অ্যাসিড ছড়িয়েছি, তাই সাপখোপ যা আাছে সব বেরিয়ে পড়েছে। আমাদের দলে যুব র্মোচার নামে কিছু দালাল আছে। আসলে ওরা ওপরে গেরুয়া নীচে সবুজ। একটু আঁচড়ে দিলে গেরুয়া মুছে সবুজ বেরিয়ে পড়বে।"

স্বেচ্ছায় দিঘার জগন্নাথ মন্দিরে পৌঁছে নানান বির্তকের শিকার হতে হয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষকে। তাঁর নিজের পুরনো লোকসভা কেন্দ্র মেদিনীপুরে বিজেপি জেলা কার্যালয়ে তাঁর ছবিতে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী ও সর্মথকেরা।

বৃহস্পতিবার দুপুরে সশরীরে দলীয় নেতা কর্মীদের বিক্ষোভের মুখে পড়তে হয় তাঁকে। কোলাঘাটের বরদাবাড়ে চা-চক্রের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এই ঘটনার সম্মুখীন হন দিলীপ ঘোষ। রাজ্যজুড়ে  তাঁকে ঘিরে শুরু হয়েছে নানান বিতর্ক। তবে তিনি অবিচল। যতই বিতর্ক আসবে ততই সাফ হবে এই সিদ্ধান্তে অনড় দিলীপ।

কী সাফ হবে? এই প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, "যাঁরা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা প্রকৃত বিজেপি কর্মী নয়। দিলীপ ঘোষ প্রকৃত সত্য কথ্যা বলে তাই এদের গায়ে লেগেছে।"

একই সঙ্গে তিনি বলেন, "পূর্বে ৪ শতাংশ থেকে বর্তমানে ৪০ শতাংশে পৌঁছেছে বিজেপির ভোট সংখ্যা। এতে বিজেপি কর্মীদের খুশি হওয়া প্রয়োজন। কিন্তু সেখানে ব্যক্তিগত ইস্যু টেনে বিক্ষোভ দেখানো হচ্ছে। এটা চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। আমাদের দলে কিছু নবাগত আছে। বর্তমানে এরা দলের ক্ষমতা কব্জা করতে চাইছে। এদের কোনও ক্রেডিবিলিটি নেই, সমাজে পরিচিতি নেই, এ ধরনের কিছু লোক দলে এসেছে আবার চলেও গিয়েছে। দিল্লি থেকে পার্টি টাকা পাঠিয়েছে সেই টাকায় নেশা, মাংস খেয়ে এরা ফূর্তি করেছেন। এদের জন্য পুরানো লক্ষ লক্ষ বিজেপি কর্মীরা বসে গিয়েছেন। তাঁদেরকে আবার দলীয় কাজে ফিরিয়ে আনতে হবে। প্রকৃত বিজেপি কর্মী হলে এধরনের কাজ বিক্ষোভকারীরা করত না। এরা হঠাৎ বিজেপি হয়েছে। তাই এধরনের কাজ করছে। আমি পরিশ্রম করে পার্টিটাকে দাঁড় করিয়েছি। ৪-৪০ শতাংশ হয়েছে এতে আমি খুশি।"

Advertisement

Read more!
Advertisement
Advertisement