Advertisement

Dilip Ghosh: দিলীপ ঘোষের কামব্যাক? শমীকের সঙ্গে মিটিং সেরেই বিশাল হুংকার, 'ছাব্বিশে সাফ'

যাবতীয় জল্পনায় জল ঢেলে চেনা ভঙ্গিতে ধরা দিলেন দিলীপ ঘোষ। বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পর পরই প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি বললেন, 'বিজেপিতেই আছি, বিজেপিতেই কাজ করছি। আমি সবসময়ই সক্রিয়।' পাশাপাশি এ-ও বলেছেন, 'দিলীপ ঘোষের দাম আছে, থাকবে। দাম মার্কেটে যাঁর আছে, তাঁকে নিয়েই জল্পনা হয়।'

দিলীপ ঘোষ।দিলীপ ঘোষ।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 08 Jul 2025,
  • अपडेटेड 5:41 PM IST
  • যাবতীয় জল্পনায় জল ঢেলে চেনা ভঙ্গিতে ধরা দিলেন দিলীপ ঘোষ।
  • প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি বললেন, 'বিজেপিতেই আছি, বিজেপিতেই কাজ করছি।'
  • দিলীপ-শমীক সাক্ষাৎ।

যাবতীয় জল্পনায় জল ঢেলে চেনা ভঙ্গিতে ধরা দিলেন দিলীপ ঘোষ। বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পর পরই প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি বললেন, 'বিজেপিতেই আছি, বিজেপিতেই কাজ করছি। আমি সবসময়ই সক্রিয়।' পাশাপাশি এ-ও বলেছেন, 'দিলীপ ঘোষের দাম আছে, থাকবে। দাম মার্কেটে যাঁর আছে, তাঁকে নিয়েই জল্পনা হয়।'

আর কী বলেছেন দিলীপ?

মঙ্গলবার বিকেলে সল্টলেকে বিজেপির দফতরে যান দিলীপ। সেখানে বর্তমান রাজ্য সভাপতির সঙ্গে দেখা করেন প্রাক্তন রাজ্য সভাপতি। সেই সাক্ষাৎপর্বের পরই বিজেপি পার্টি অফিস থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জল্পনা উড়িয়ে দিলীপ বলেন, 'বিজেপিতেই আছি, বিজেপিতেই কাজ করছি। আমি সবসময়ই সক্রিয় আছি।' তিনি আরও জানান, 'কাল সন্ধেয় শমীকদার সঙ্গে কথা হয়েছিল। দেখা করতে বলেছিলেন।'

উল্লেখ্য, গত সপ্তাহে কলকাতার সায়েন্স সিটি অডিটোরিয়ামে বিজেপির নতুন রাজ্য সভাপতির অভিষেক অনুষ্ঠানে গরহাজির ছিলেন দিলীপ। যা ঘিরে জোর জল্পনা ছড়ায় রাজ্য রাজনীতিতে। দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে সস্ত্রীক দিলীপের উপস্থিতি ঘিরেই জল্পনা দানা বেঁধেছিল বঙ্গ রাজনীতিতে। পরবর্তী ঘটনাপ্রবাহে দিলীপের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা শুরু হয়। এই আবহে মঙ্গলবার শমীক সাক্ষাতের পর দিলীপ স্পষ্ট ভাষায় বলেছেন, ' শুধু আমি নই, সমস্ত পুরনো কর্মীরা আপনার সঙ্গে আছে, আপনার (শমীক) হাত ধরে নবান্ন পৌঁছোবো, আপনার নেতৃত্বে লড়াই করতে রাজি আছি।'

বঙ্গ বিজেপির অন্যতম সফল সভাপতি এদিন এ-ও বলেছেন, 'রাজ্যের পদাধিকারী নই। তাই সব মিটিংয়ে থাকতে হবে, তার কোনও মানে নেই।' তৃণমূলকে নিশানা করে দিলীপের হুঙ্কার, 'বলেছিলাম উনিশে হাফ, একুশে সাফ। একুশে সাফ হয়নি। ছাব্বিশে হবে।'

অন্য দিকে, এদিন দিলীপের সঙ্গে সাক্ষাতের পর শমীক বলেছেন, ''ক্ষণিকের ভুল বোঝাবুঝি হয়ে থাকতে পারে। এর মানে এমনটা নয়, কেউ দলের বাইরে চলে গিয়েছেন। কাউকে অন্য দলের বলে দাগিয়ে দেবেন না। কাউকে অন্য দলের বলে দূরে রাখবেন না। আমরা সবাই পদ্মফুল।'

Advertisement

Read more!
Advertisement
Advertisement