Advertisement

Dilip Ghosh: 'সরকারের লজ্জিত হওয়া উচিত', আরজিকর নির্যাতিতার মায়ের আঘাত নিয়ে বললেন দিলীপ

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের ভূমিকায় থাকবেন কি না, সেই প্রশ্নে এখনও স্পষ্ট উত্তর দেননি প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। শনিবার হুগলির চুঁচুড়ায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি জানান, 'পার্টি আমাকে দায়িত্ব দিলে আমি পালন করব। পার্টি ভোটে দাঁড়াতে বললে দাঁড়াবো, যেমন আগে তিনবার দাঁড়িয়েছি।'

বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, বললেন...বিতর্কিত ভিডিও নিয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ, বললেন...
স্বপন কুমার মুখার্জি
  • কলকাতা ,
  • 10 Aug 2025,
  • अपडेटेड 1:27 PM IST
  • ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের ভূমিকায় থাকবেন কি না, সেই প্রশ্নে এখনও স্পষ্ট উত্তর দেননি প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।
  • শনিবার হুগলির চুঁচুড়ায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি জানান, 'পার্টি আমাকে দায়িত্ব দিলে আমি পালন করব।

২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বিজেপির শীর্ষ নেতৃত্বের ভূমিকায় থাকবেন কি না, সেই প্রশ্নে এখনও স্পষ্ট উত্তর দেননি প্রাক্তন রাজ্য সভাপতি ও প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। শনিবার হুগলির চুঁচুড়ায় বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে তিনি জানান, 'পার্টি আমাকে দায়িত্ব দিলে আমি পালন করব। পার্টি ভোটে দাঁড়াতে বললে দাঁড়াবো, যেমন আগে তিনবার দাঁড়িয়েছি।'

সেদিন তিনি ষন্ডেশ্বরতলা শিবমন্দিরে পূজা দেন, রাখি বন্ধন উৎসবে অংশ নেন এবং স্থানীয় মানুষদের সঙ্গে চা-চর্চা করেন। নবান্ন অভিযানে অভয়ার মায়ের আহত হওয়া প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'নিজের কন্যাকে হারিয়েছেন, বিচার পাননি। তাঁর যাতে আঘাত না লাগে, পুলিশকে সুরক্ষা দেওয়ার কথা ছিল। হাসপাতালে ভর্তি হতে হয়েছে—এর জন্য সরকারের লজ্জিত হওয়া উচিত।'

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, বিরোধী দলনেতা লোক পাঠিয়ে আক্রমণ করিয়েছেন—এ বিষয়ে দিলীপের জবাব, 'উনি প্রায়ই নিজের দলের বিরুদ্ধেও কথা বলেন, তাঁর কথায় ভরসা কম।' মহুয়া মৈত্র সংক্রান্ত বিতর্কে তিনি বলেন, 'একজন সিনিয়র রাজনীতিক ও আইনজীবীর একটু ব্যালান্স থাকা উচিত।'

আরও পড়ুন

নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার প্রসঙ্গে দিলীপ জানান, 'এগুলো নতুন কিছু নয়, তবে আজকের আন্দোলন মোটামুটি শান্তিপূর্ণ ছিল।' জাতীয় পতাকা রাস্তায় পড়ে থাকার ঘটনা তিনি দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে পুলিশের গাফিলতির অভিযোগ তোলেন।

অভয়া মঞ্চের পক্ষ থেকে বিরোধী দলনেতাকে দায়ী করার বিষয়ে দিলীপ বলেন, 'আন্দোলনের আহ্বান করেছিলেন অভয়ার বাবা-মা, বিরোধী নেতা নন। মানুষ নিজের ইচ্ছায় রাস্তায় নেমেছেন সুবিচারের দাবিতে।'

পুলিশ কমিশনারকে গালিগালাজ করা প্রসঙ্গে তাঁর মন্তব্য, 'আমাদের কারও সঙ্গে ব্যক্তিগত ঝগড়া নেই। কে কি বলেছেন, জানি না।'

রিপোর্টারঃ রাহি হালদার

 

Read more!
Advertisement
Advertisement