Advertisement

দলত্যাগী ২ বিধায়ককে নিয়ে এবার মুখ খুললেন দিলীপ

গত ২ দিনে ২ জন বিধায়ক দলত্যাগ করেছেন। বনগাঁর বিশ্বজিৎ দাস ও বিষ্ণুপুরের তন্ময় ঘোষকে এই নিয়ে চিঠিও দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা BJP নেতা শুভেন্দু অধিকারী। এবার দলত্যাগীদের নিয়ে নীরবতা ভাঙলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ দিলীপ ঘোষ
অরিন্দম ভট্টাচার্য
  • কলকাতা,
  • 01 Sep 2021,
  • अपडेटेड 10:33 AM IST
  • গত ২ দিনে ২ জন বিধায়ক দলত্যাগ করেছেন
  • নগাঁর বিশ্বজিৎ দাস ও বিষ্ণুপুরের তন্ময় ঘোষকে এই নিয়ে চিঠিও দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা BJP নেতা শুভেন্দু অধিকারী
  • এবার দলত্যাগীদের নিয়ে নীরবতা ভাঙলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

গত ২ দিনে ২ জন বিধায়ক দলত্যাগ করেছেন। বনগাঁর বিশ্বজিৎ দাস ও বিষ্ণুপুরের তন্ময় ঘোষকে এই নিয়ে চিঠিও দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা তথা  BJP নেতা শুভেন্দু অধিকারী। এবার দলত্যাগীদের নিয়ে নীরবতা ভাঙলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। 

বুধবার তিনি বলেন, 'এঁরা BJP-র নেতা ছিলেন না। দলের টিকিট পেয়ে জিতেছিলেন। এদের বিরুদ্ধে দলবিরোধী আইনে ব্যবস্থা নেওয়া হবে। যাঁরাই এমন করবেন তাঁদের বিরুদ্ধেই পদক্ষেপ করা হবে। প্রয়োজনে আদালতের দারস্থ দল হবে। এক দলের টিকিটে জিতে অন্য দলে যোগ দেওয়া কোনওভাবেই মেনে নেওয়া যায় না। এটা অন্যায়।' 

আরও পড়ুন

প্রসঙ্গত, মঙ্গলবারই বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ  এবং বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে চিঠি পাঠিয়েছেন শুভেন্দু অধিকারী। আগামী ৭ দিনের মধ্যে সেই চিঠির উত্তরও দিতে বলা হয়েছে। শুভেন্দুর সাফবার্তা, 'যদি ৭ দিনের মধ্যে ওই চিঠির উত্তর না দেন তাহলে ধরে নেওয়া হবে আপনারা BJP-র টিকিটে জিতে তৃণমূলে যোগ দিয়ে প্রতারণা করেছেন।' যদিও সোমবার তন্ময় ঘোষের রাজ্যের শাসকদলে যোগ দেওয়ার পর শুভেন্দু দাবি করেছিলেন, পুলিশের ভয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যেতে বাধ্য হয়েছেন বিষ্ণুপুরের বিধায়ক। 

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রতিক্রিয়া 

কয়লাপাচার-কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এই বিষয়ে দিলীপবাবু বলেন, 'আমার এসব নিয়ে কোনও বক্তব্য নেই। আমি জানি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অভিষেককে তলব করেছে। তারাই দেখবে।' 

আবার চাকরি পাইয়ে দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ উঠেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে। এই নিয়ে দিলীপ ঘোষ বলেন, 'আইন আইনের পথে চলবে। যদি অভিযোগের সত্যতা থাকে তাহলে তা প্রমাণ করতে হবে।' 

Advertisement
Read more!
Advertisement
Advertisement