আধার কার্ড নিয়ে সমস্যার জের। আর এর জেরেই এক পড়ুয়াকে বাংলাদেশি নাগরিক বলে স্কুল থেকে বার করে দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনায় প্রধান শিক্ষকের ঘরে তাঁকে ঘিরে অবস্থান বিক্ষোভ দেখায় SFI।যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণীর পান্নালাল ইনস্টিটিউশনে।
আধার কার্ডের সমস্যা রয়েছে, এই যুক্তিতে পড়ুয়াকে বাংলাদেশি বলে বিদ্যালয়ে ভর্তি না নিয়ে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ভর্তি হতে আসা পড়ুয়া এবং তাঁর অভিভাবকের অভিযোগ, এর আগে ভর্তি হতে আসলে আধার কার্ডের সমস্যা দেখিয়ে প্রধান শিক্ষক ভর্তি নিতে চাননি। উপরন্ত, তাঁদের বাংলাদেশি নাগরিক বলে অপমান করে স্কুল থেকে তাড়িয়ে দেন। অভিযোগ, প্রধান শিক্ষক জানান যে, মধ্যশিক্ষা পর্ষদকে জানালেও তিনি ভর্তি নেবেন না।
ঘটনা জানাজানি হতেই পড়ুয়া এবং তাঁর অভিভাবককে সঙ্গে নিয়ে প্রধান শিক্ষককে ঘরে আটকে রেখে অবস্থান বিক্ষোভে শামিল হন এসএফআই কর্মী-সমর্থকরা। ঘটনায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় স্কুল চত্বরে।
অন্যদিকে, প্রধান শিক্ষকের দাবি, তিনি বারবার জানিয়েছেন ভর্তি নেওয়া হবে। তবে যে সমস্ত বৈধ কাগজ আজ দেখানো হচ্ছে আগে সেই সমস্ত কাগজ দেখানো হয়নি। সে কারণেই ভর্তি প্রক্রিয়াতে বিলম্ব ঘটে।
এসএফআই-র তরফে স্কুলে ঠিকমতো পঠনপাঠন না করানো,আর্থিক দুর্নীতি-সহ ছাত্র-ছাত্রীদেরকে মারধরের অভিযোগও তোলা হয়েছে। তাঁরা জানাচ্ছেন, বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সমস্তটাই জানিয়েছে তাঁদের।তারপরেই এদিন তাঁরা অবস্থান-বিক্ষোভ শুরু করেছেন। তবে যতক্ষণ না পর্যন্ত এই ছাত্রকে ভর্তি নেওয়া হবে,তাঁরা তাঁদের অবস্থান বিক্ষোভ চালিয়ে যাবেন।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়